Beta
রবিবার, ১০ নভেম্বর, ২০২৪
Beta
রবিবার, ১০ নভেম্বর, ২০২৪

ফুটসাল বিশ্বকাপ ফাইনালে মুখোমুখি ব্রাজিল-আর্জেন্টিনা

f6
Picture of ক্রীড়া ডেস্ক

ক্রীড়া ডেস্ক

[publishpress_authors_box]

ফুটবল বিশ্বকাপে সর্বোচ্চ পাঁচবারের চ্যাম্পিয়ন ব্রাজিল। আর্জেন্টিনা শিরোপা জিতেছে তিনবার। তবে স্বপ্নের ফাইনালে কখনও মুখোমুখি হয়নি দুই দল। সেই আক্ষেপটা মিটছে ফিফার ফুটসাল বিশ্বকাপ ফাইনালে।

 রবিবার ‘সুপার ক্লাসিকোয়’ মুখোমুখি হচ্ছে লাতিন দুই পরাশক্তি। সিনিয়র পর্যায়ের ফুটবল ও ফুটসাল বিশ্বকাপ মিলিয়ে এটাই ব্রাজিল–আর্জেন্টিনার প্রথম ফাইনাল। 

সেমিফাইনালে ইউক্রেনকে ৩-২ গোলে হারিয়েছে ব্রাজিল। ছবি : এক্স

উজবেকিস্তানে গত ১৪ সেপ্টেম্বর শুরু হওয়া ফিফা ফুটসাল বিশ্বকাপ ফাইনালে আগেই জায়গা নিশ্চিত করেছিল সর্বোচ্চ পাঁচবারের চ্যাম্পিয়ন ব্রাজিল। বুধবার প্রথম সেমিফাইনালে ইউক্রেনকে ৩-২ গোলে হারিয়েছিল তারা। তাসখন্দের হুমো অ্যারেনায় বৃহস্পতিবার অপর ফাইনালে ফ্রান্সকে ৩-২ গোলে হারিয়েছে আর্জেন্টিনাও।

গত কাতার বিশ্বকাপ ফাইনালে ফ্রান্সকে টাইব্রেকারে হারিয়ে তৃতীয় শিরোপা জিতেছিল লিওনেল মেসির দল। তবে এবার রুদ্ধশ্বাস সেমিফাইনালে রোমাঞ্চকর জয় পেয়েছে তারা। এ নিয়ে টানা তৃতীয়বার ফাইনালে নাম লেখাল

আর্জেন্টিনা। বাংলাদেশ সময় সন্ধ্যা ৭টায় তাসখন্দের হুমো অ্যারেনায় রবিবার স্বপ্নের ফাইনালে মুখোমুখি হবে ব্রাজিল-আর্জেন্টিনা।

সেমিফাইনালে ফ্রান্সকে ৩-২ গোলে হারিয়েছে আর্জেন্টিনা। ছবি : এক্স

ফাইনাল নিয়ে উচ্ছ্বসিত আর্জেন্টিনার গোলরক্ষক নিকো সারমিয়েন্তো ‘‘ফুটসালের ইতিহাসে এটাই সবচেয়ে বড় ম্যাচ। ব্রাজিল ও আর্জেন্টিনায় জন্ম নেওয়া সবাই এমন ম্যাচের স্বপ্ন দেখেন। বিশ্বের অন্যদের কাছেও এটা স্বপ্নের ম্যাচ।’’

আর্জেন্টিনাকে প্রতিপক্ষ হিসেবে পাওয়ায় রোমাঞ্চিত ব্রাজিলের উইঙ্গার পিতো, ‘‘আমার মতে ফুটসাল ঈশ্বর নিজে এই ম্যাচ ঠিক করেছেন। এজন্যই এটা ফাইনালে হচ্ছে।’’  

২০১৪ সালে মানে গারিঞ্চা স্টেডিয়ামে ব্রাজিল–আর্জেন্টিনা প্রীতি ফুটসাল ম্যাচ উপভোগ করেছিলেন ৫৬ হাজার ৪৮৩ জন দর্শক। ফুটসালের ইতিহাসে সর্বোচ্চ দর্শক হয়েছিল সেই ম্যাচেই। রবিবারও আকর্ষণের কেন্দ্রে থাকবে এই ম্যাচ।

ফুটসাল বিশ্বকাপে ব্রাজিলের শিরোপা ৫ আর আর্জেন্টিনার ১টি।

ফুটসালে এ পর্যন্ত ৮৩ ম্যাচে আর্জেন্টিনার মুখোমুখি হয়ে ৬৬টি জিতেছে ব্রাজিল। আর্জেন্টিনা জিতেছে ৮ ম্যাচ, ড্র হয়েছে বাকি ৯ ম্যাচ। ব্রাজিল ফুটসাল বিশ্বকাপ জিতেছে ১৯৮৯, ১৯৯২, ১৯৯৬, ২০০৮ ও ২০১২ সালে। আর্জেন্টিনা জিতেছে একবারই ২০১৬ সালে। এবার শেষ হাসি হাসবে কারা?

আরও পড়ুন

সর্বশেষ

সর্বাধিক পঠিত