চ্যাম্পিয়নস লিগে সবচেয়ে বেশি ১৫বারের চ্যাম্পিয়ন রিয়াল মাদ্রিদ। আর লুইস এনরিকের ছোঁয়ায় বদলে যাওয়া পিএসজি বর্তমান চ্যাম্পিয়নস লিগ চ্যাম্পিয়ন। আজ থেকে শুরু হওয়া ক্লাব বিশ্বকাপেও ফেভারিট তারা। ফুটবলপ্রেমীরা তাদের দেখতে চাইবেন ফাইনালে। কিন্তু সূচিটাই এমন যে, রিয়াল-পিএসজির সেমিফাইনালে দেখা হওয়ার সম্ভাবনা বেশি।
রিয়াল মাদ্রিদ আছে গ্রুপ ‘এইচ’ আর পিএসজি ‘বি’তে। দুই দল যদি গ্রুপ চ্যাম্পিয়ন হয় তখন পিএসজি শেষ ষোলোতে পেতে পারে মেসির মায়ামি, পোর্তো, পালমেইরাস বা আল আহলিকে। আর রিয়াল চ্যাম্পিয়ন হলে শেষ ষোলোতে পেতে পারে ম্যানচেস্টার সিটি বা জুভেন্টাসকে।
এরপর কোনো অঘটন না ঘটলে কোয়ার্টার ফাইনালে রিয়ালের সম্ভাব্য প্রতিদ্বন্দ্বী ডর্টমুন্ড বা ইন্টার মিলান। আর পিএসজি পেতে পারে বায়ার্ন মিউনিখ বা চেলসিকে। নিজেদের ম্যাচে জিতলে সেমিফাইনালেই দেখা হয়ে যাবে রিয়াল ও পিএসজির! তবে দুই দলের কেউ যদি গ্রুপ রানার্সআপ হয় তখনই সম্ভব তাদের ফাইনালে মুখোমুখি হওয়া।
৩২ দলের গ্রুপিং
‘এ’: পালমেইরাস, পোর্তো, আল আহলি, ইন্টার মায়ামি
‘বি’: পিএসজি, আতলেতিকো মাদ্রিদ, বোতাফোগো, সিয়াটল সাউন্ডার্স
‘সি’: বায়ার্ন মিউনিখ, অকল্যান্ড সিটি, বোকা জুনিয়র্স, বেনফিকা
‘ডি’: ফ্লামেঙ্গো, এসপেরান্সে, চেলসি, এলএ এফসি
‘ই’: রিভার প্লেট, উরাওয়া রেড ডায়মন্ডস, মন্তেরেই, ইন্টার মিলান
‘এফ’: ফ্লুমিনেন্স, ডর্টমুন্ড, উলসান, মামেলোদি সানডাউনস
‘জি’: ম্যানচেস্টার সিটি, উইদাদ, আল আইন, জুভেন্টাস
‘এইচ’: রিয়াল মাদ্রিদ, আল হিলাল, পাচুকা, সালজবুর্গ
গ্রুপ পর্বের কোন খেলা কখন
তারিখ | সময় | ম্যাচ | ভেন্যু |
১৫ জুন | সকাল ৬টা | আল আহলি–ইন্টার মায়ামি | মায়ামি |
রাত ১০টা | বায়ার্ন মিউনিখ–অকল্যান্ড সিটি | সিনসিনাটি | |
রাত ১টা | পিএসজি–আতলেতিকো মাদ্রিদ | লস অ্যাঞ্জেলেস | |
১৬ জুন | ভোর ৪টা | পালমেইরাস–পোর্তো | নিউজার্সি |
সকাল ৮টা | বোতাফোগো–সিয়াটল | সিয়াটল | |
রাত ১টা | চেলসি–এলএ এফসি | আটলান্টা | |
১৭ জুন | রাত ৪টা | বোকা জুনিয়র্স–বেনফিকা | মায়ামি |
সকাল ৭টা | ফ্লামেঙ্গো–এসপেরান্সে | ফিলাডেলফিয়া | |
রাত ১০টা | ফ্লুমিনেন্স–ডর্টমুন্ড | নিউজার্সি | |
রাত ১টা | রিভার প্লেট–উরাওয়া | সিয়াটল | |
১৮ জুন | ভোর ৪টা | উলসান–মামেলোদি | অরল্যান্ডো |
সকাল ৭টা | মন্তেরই–ইন্টার মিলান | লস অ্যাঞ্জেলেস | |
রাত ১০টা | ম্যান সিটি–উইদাদ | ফিলাডেলফিয়া | |
রাত ১টা | রিয়াল মাদ্রিদ–আল হিলাল | মায়ামি | |
১৯ জুন | ভোর ৪টা | পাচুকা–সালজবুর্গ | সিনসিনাটি |
সকাল ৭টা | আল আইন–জুভেন্টাস | ওয়াশিংটন ডিসি | |
রাত ১০টা | পালমেইরাস–আল আহলি | নিউজার্সি | |
রাত ১টা | ইন্টার মায়ামি–পোর্তো | আটলান্টা | |
২০ জুন | ভোর ৪টা | সিয়াটল–আতলেতিকো মাদ্রিদ | সিয়াটল |
সকাল ৭টা | পিএসজি–বোতাফোগো | লস অ্যাঞ্জেলেস | |
রাত ১০টা | বেনফিকা–অকল্যান্ড সিটি | অরল্যান্ডো | |
রাত ১২টা | ফ্লামেঙ্গো–চেলসি | ফিলাডেলফিয়া | |
২১ জুন | ভোর ৪টা | এলএ এফসি–এসপেরান্সে | ন্যাশভিল |
সকাল ৭টা | বায়ার্ন মিউনিখ–বোকা জুনিয়র্স | মায়ামি | |
রাত ১০টা | মামেলোদি–ডর্টমুন্ড | সিনসিনাটি | |
রাত ১টা | ইন্টার মিলান–উরাওয়া | সিয়াটল | |
২২ জুন | ভোর ৪টা | ফ্লুমিনেন্স–উলসান | নিউজার্সি |
সকাল ৭টা | রিভার প্লেট–মন্তেরই | লস অ্যাঞ্জেলেস | |
রাত ১০টা | জুভেন্টাস–উইদাদ | ফিলাডেলফিয়া | |
রাত ১টা | রিয়াল মাদ্রিদ–পাচুকা | শার্লট | |
২৩ জুন | ভোর ৪টা | সালজবুর্গ–আল হিলাল | ওয়াশিংটন ডিসি |
সকাল ৭টা | ম্যান সিটি–আল আইন | আটলান্টা | |
রাত ১টা | সিয়াটল–পিএসজি | সিয়াটল | |
রাত ১টা | আতলেতিকো মাদ্রিদ–বোতাফোগো | লস অ্যাঞ্জেলেস | |
২৪ জুন | সকাল ৭টা | ইন্টার মায়ামি–পালমেইরাস | মায়ামি |
সকাল ৭টা | পোর্তো–আল আহলি | নিউজার্সি | |
রাত ১টা | অকল্যান্ড সিটি–বোকা জুনিয়র্স | ন্যাশভিল | |
রাত ১টা | বেনফিকা–বায়ার্ন মিউনিখ | শার্লট | |
২৫ জুন | সকাল ৭টা | এলএ এফসি–ফ্লামেঙ্গো | অরল্যান্ডো |
সকাল ৭টা | এসপেরান্সে–চেলসি | ফিলাডেলফিয়া | |
রাত ১টা | ডর্টমুন্ড–উলসান | সিনসিনাটি | |
রাত ১টা | মামেলোদি–ফ্লুমিনেন্স | মায়ামি | |
২৬ জুন | সকাল ৭টা | ইন্টার মিলান–রিভার প্লেট | সিয়াটল |
সকাল ৭টা | উরাওয়া–মন্তেরই | লস অ্যাঞ্জেলেস | |
রাত ১টা | জুভেন্টাস–ম্যান সিটি | অরল্যান্ডো | |
রাত ১টা | উইদাদ–আল আইন | ওয়াশিংটন ডিসি | |
২৭ জুন | সকাল ৭টা | আল হিলাল–পাচুকা | ন্যাশভিল |
সকাল ৭টা | সালজবুর্গ–রিয়াল মাদ্রিদ | ফিলাডেলফিয়া |