Beta
শনিবার, ১২ জুলাই, ২০২৫
Beta
শনিবার, ১২ জুলাই, ২০২৫

সেমিফাইনালেই রিয়াল-পিএসজি!

1
[publishpress_authors_box]

চ্যাম্পিয়নস লিগে সবচেয়ে বেশি ১৫বারের চ্যাম্পিয়ন রিয়াল মাদ্রিদ। আর লুইস এনরিকের ছোঁয়ায় বদলে যাওয়া পিএসজি বর্তমান চ্যাম্পিয়নস লিগ চ্যাম্পিয়ন। আজ থেকে শুরু হওয়া ক্লাব বিশ্বকাপেও ফেভারিট তারা। ফুটবলপ্রেমীরা তাদের দেখতে চাইবেন ফাইনালে। কিন্তু সূচিটাই এমন যে, রিয়াল-পিএসজির সেমিফাইনালে দেখা হওয়ার সম্ভাবনা বেশি।

রিয়াল মাদ্রিদ আছে গ্রুপ ‘এইচ’ আর পিএসজি ‘বি’তে। দুই দল যদি গ্রুপ চ্যাম্পিয়ন হয় তখন পিএসজি শেষ ষোলোতে পেতে পারে মেসির মায়ামি, পোর্তো, পালমেইরাস বা আল আহলিকে। আর রিয়াল চ্যাম্পিয়ন হলে শেষ ষোলোতে পেতে পারে ম্যানচেস্টার সিটি বা জুভেন্টাসকে।

এরপর কোনো অঘটন না ঘটলে কোয়ার্টার ফাইনালে রিয়ালের সম্ভাব্য প্রতিদ্বন্দ্বী ডর্টমুন্ড বা ইন্টার মিলান। আর পিএসজি পেতে পারে বায়ার্ন মিউনিখ বা চেলসিকে। নিজেদের ম্যাচে জিতলে সেমিফাইনালেই দেখা হয়ে যাবে রিয়াল ও পিএসজির! তবে দুই দলের কেউ যদি গ্রুপ রানার্সআপ হয় তখনই সম্ভব তাদের ফাইনালে মুখোমুখি হওয়া।

৩২ দলের গ্রুপিং

‘এ’: পালমেইরাস, পোর্তো, আল আহলি, ইন্টার মায়ামি
‘বি’: পিএসজি, আতলেতিকো মাদ্রিদ, বোতাফোগো, সিয়াটল সাউন্ডার্স
‘সি’: বায়ার্ন মিউনিখ, অকল্যান্ড সিটি, বোকা জুনিয়র্স, বেনফিকা
‘ডি’: ফ্লামেঙ্গো, এসপেরান্সে, চেলসি, এলএ এফসি
‘ই’: রিভার প্লেট, উরাওয়া রেড ডায়মন্ডস, মন্তেরেই, ইন্টার মিলান
‘এফ’: ফ্লুমিনেন্স, ডর্টমুন্ড, উলসান, মামেলোদি সানডাউনস
‘জি’: ম্যানচেস্টার সিটি, উইদাদ, আল আইন, জুভেন্টাস
‘এইচ’: রিয়াল মাদ্রিদ, আল হিলাল, পাচুকা, সালজবুর্গ

গ্রুপ পর্বের কোন খেলা কখন

তারিখসময়ম্যাচভেন্যু
১৫ জুনসকাল ৬টাআল আহলি–ইন্টার মায়ামিমায়ামি
রাত ১০টাবায়ার্ন মিউনিখ–অকল্যান্ড সিটিসিনসিনাটি
রাত ১টাপিএসজি–আতলেতিকো মাদ্রিদলস অ্যাঞ্জেলেস
১৬ জুনভোর ৪টাপালমেইরাস–পোর্তোনিউজার্সি
সকাল ৮টাবোতাফোগো–সিয়াটলসিয়াটল
রাত ১টাচেলসি–এলএ এফসিআটলান্টা
১৭ জুনরাত ৪টাবোকা জুনিয়র্স–বেনফিকামায়ামি
সকাল ৭টাফ্লামেঙ্গো–এসপেরান্সেফিলাডেলফিয়া
রাত ১০টাফ্লুমিনেন্স–ডর্টমুন্ডনিউজার্সি
রাত ১টারিভার প্লেট–উরাওয়াসিয়াটল
১৮ জুনভোর ৪টাউলসান–মামেলোদিঅরল্যান্ডো
সকাল ৭টামন্তেরই–ইন্টার মিলানলস অ্যাঞ্জেলেস
রাত ১০টাম্যান সিটি–উইদাদফিলাডেলফিয়া
রাত ১টারিয়াল মাদ্রিদ–আল হিলালমায়ামি
১৯ জুনভোর ৪টাপাচুকা–সালজবুর্গসিনসিনাটি
সকাল ৭টাআল আইন–জুভেন্টাসওয়াশিংটন ডিসি
রাত ১০টাপালমেইরাস–আল আহলিনিউজার্সি
রাত ১টাইন্টার মায়ামি–পোর্তোআটলান্টা
২০ জুনভোর ৪টাসিয়াটল–আতলেতিকো মাদ্রিদসিয়াটল
সকাল ৭টাপিএসজি–বোতাফোগোলস অ্যাঞ্জেলেস
রাত ১০টাবেনফিকা–অকল্যান্ড সিটিঅরল্যান্ডো
রাত ১২টাফ্লামেঙ্গো–চেলসিফিলাডেলফিয়া
২১ জুনভোর ৪টাএলএ এফসি–এসপেরান্সেন্যাশভিল
সকাল ৭টাবায়ার্ন মিউনিখ–বোকা জুনিয়র্সমায়ামি
রাত ১০টামামেলোদি–ডর্টমুন্ডসিনসিনাটি
রাত ১টাইন্টার মিলান–উরাওয়াসিয়াটল
২২ জুনভোর ৪টাফ্লুমিনেন্স–উলসাননিউজার্সি
সকাল ৭টারিভার প্লেট–মন্তেরইলস অ্যাঞ্জেলেস
রাত ১০টাজুভেন্টাস–উইদাদফিলাডেলফিয়া
রাত ১টারিয়াল মাদ্রিদ–পাচুকাশার্লট
২৩ জুনভোর ৪টাসালজবুর্গ–আল হিলালওয়াশিংটন ডিসি
সকাল ৭টাম্যান সিটি–আল আইনআটলান্টা
রাত ১টাসিয়াটল–পিএসজিসিয়াটল
রাত ১টাআতলেতিকো মাদ্রিদ–বোতাফোগোলস অ্যাঞ্জেলেস
২৪ জুনসকাল ৭টাইন্টার মায়ামি–পালমেইরাসমায়ামি
সকাল ৭টাপোর্তো–আল আহলিনিউজার্সি
রাত ১টাঅকল্যান্ড সিটি–বোকা জুনিয়র্সন্যাশভিল
রাত ১টাবেনফিকা–বায়ার্ন মিউনিখশার্লট
২৫ জুনসকাল ৭টাএলএ এফসি–ফ্লামেঙ্গোঅরল্যান্ডো
সকাল ৭টাএসপেরান্সে–চেলসিফিলাডেলফিয়া
রাত ১টাডর্টমুন্ড–উলসানসিনসিনাটি
রাত ১টামামেলোদি–ফ্লুমিনেন্সমায়ামি
২৬ জুনসকাল ৭টাইন্টার মিলান–রিভার প্লেটসিয়াটল
সকাল ৭টাউরাওয়া–মন্তেরইলস অ্যাঞ্জেলেস
রাত ১টাজুভেন্টাস–ম্যান সিটিঅরল্যান্ডো
রাত ১টাউইদাদ–আল আইনওয়াশিংটন ডিসি
২৭ জুনসকাল ৭টাআল হিলাল–পাচুকান্যাশভিল
সকাল ৭টাসালজবুর্গ–রিয়াল মাদ্রিদফিলাডেলফিয়া

আরও পড়ুন

সর্বাধিক পঠিত