Beta
সোমবার, ২০ মে, ২০২৪
Beta
সোমবার, ২০ মে, ২০২৪
ফিফা র‌্যাংকিং

একধাপ পেছাল বাংলাদেশ, শীর্ষে আর্জেন্টিনার বর্ষপূর্তি

final bd
Picture of ক্রীড়া ডেস্ক

ক্রীড়া ডেস্ক

ফিফা র‌্যাংকিংয়ে গত অক্টোবরে ১৮৩ নম্বরে উঠে এসেছিল বাংলাদেশ। টানা ছয় মাস ধরে রাখে সেই অবস্থান। কিন্তু ফিলিস্তিনের বিপক্ষে বিশ্বকাপ বাছাইয়ে দুই ম্যাচ হারের ধাক্কায় এক ধাপ পেছাল বাংলাদেশ। ১৮৩ থেকে তারা এখন ১৮৪ নম্বরে।

বিশ্বকাপ বাছাইয়ে কুয়েতে শক্তিশালী ফিলিস্তিনের বিপক্ষে প্রথম লেগে ৫-০ গোলে বিধ্বস্ত হয়েছিল বাংলাদেশ। দ্বিতীয় লেগে ঘরের মাঠে শেষ বেলার গোলে হেরেছিল ১-০’তে। এরই প্রভাব পড়েছে ফিফার নতুন র‌্যাংকিংয়ে।

বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনা ধরে রেখেছে শীর্ষস্থান। গত এপ্রিলে ছয় বছর পর এক নম্বরে উঠে এসেছিল লিওনেল মেসির দেশ। তাতে টানা এক বছর মুকুটটা ধরে রাখল তারা। ফ্রান্স ধরে রেখেছে দ্বিতীয়স্থানটা।

ব্রাজিল আছে ৬ নম্বরে। ওয়েম্বলিতে ব্রাজিলের সঙ্গে ড্র করায় তিন থেকে চার নম্বরে নেমে গেছে ইংল্যান্ড। আর চার থেকে নিতে উঠে এসেছে বেলজিয়াম।

দক্ষিণ এশিয়ার দলগুলোর মধ্যে ভারত আছে সবচেয়ে এগিয়ে ১২১ নম্বরে। যদিও চার ধাপ অবনমন হয়েছে তাদের। এছাড়া মালদ্বীপ ১৬১ আর নেপাল আছে ১৭৮ নম্বরে। বাংলাদেশের ঠিক পরই ১৮৫ নম্বরে ভুটান। পাকিস্তান আছে ১৯৫-এ।

আরও পড়ুন

সর্বশেষ

ad

সর্বাধিক পঠিত