Beta
বৃহস্পতিবার, ২৭ মার্চ, ২০২৫
Beta
বৃহস্পতিবার, ২৭ মার্চ, ২০২৫

বাংলাদেশের অধিনায়ক-কোচ-সাংবাদিক কেউ সেরার ভোট দেননি ভিনিকে!

v2222222222
[publishpress_authors_box]

ভিনিসিয়ুস জুনিয়র ফিফার দ্য বেস্ট হতে চলেছেন, অনুমিতই ছিল এটা। সবচেয়ে বেশি ৪৮ শতাংশ ভোট পেয়ে প্রত্যাশিতভাবে ফিফার সেরাও হয়েছেন এই ব্রাজিলিয়ান। বিশ্বের সব দলের অধিনায়ক, কোচ, সাংবাদিক আর ভক্তদের ভোটের ভিত্তিতে করা হয়েছে এই মূল্যায়ন।

বিস্ময়কর হলেও সত্যি বাংলাদেশের অধিনায়ক, কোচ আর সাংবাদিক-এই তিনজনের কেউ সেরার ভোট দেননি ভিনিকে। বাংলাদেশের অধিনায়ক সোহেল রানা এক নম্বরে রেখেছেন লিওনেল মেসিকে, যিনি কিনা ভোটে হয়েছেন ষষ্ঠ!

সোহেল দ্বিতীয় পছন্দ হিসেবে বেছে নিয়েছেন ভিনিসিয়ুস জুনিয়র আর তৃতীয় ভোটটা দিয়েছেন বেলিংহামকে। দ্বিতীয় হওয়া রদ্রিকে ভোট দেননি বাংলাদেশি অধিনায়ক।

বাংলাদেশের স্প্যানিশ কোচ হাভিয়ের কাবরেরা স্বদেশি বলেই এক নম্বর ভোটটা দিয়েছেন রদ্রিকে। তিনি দুইয়ে রেখেছেন ভিনিসিয়ুস আর তিনে আরেক স্প্যানিশ দানি কারভাহালকে।

সোহেল ও কাবরেরা তবু ভিনিকে দুইয়ে রেখেছেন। কিন্তু সাংবাদিক রায়হান আল মুগনি সেরা তিনেই রাখেননি ভিনিসিয়ুসকে! তার এক নম্বর ভোট পেয়েছেন রদ্রি, দুই নম্বর বেলিংহাম আর তিন নম্বর দানি কারভাহাল।

সবমিলিয়ে ভিনি সেরা হয়েছেন ৪৮ পয়েন্ট পেয়ে। এরপর রদ্রির পয়েন্ট ৪৩, বেলিংহামের ৩৭, কারভাহালের ৩১, লামিনে ইয়ামালের ৩০ আর লিওনেল মেসির ২৫।

আরও পড়ুন

সর্বশেষ

সর্বাধিক পঠিত