রাজনৈতিক পট পরিবর্তনে অন্তর্বর্তী সরকার বিভিন্ন ক্ষেত্রে সংস্কারের যে পদক্ষেপ গ্রহণ করেছে, তাতে আছে ক্রীড়াঙ্গনও। এরই মধ্যে ২২ আগস্ট জেলা-বিভাগীয় ক্রীড়া সংস্থা ভেঙ্গে দেওয়া হয়। এরপর ১০ সেপ্টেম্বর ৪২ ফেডারেশনের সভাপতিকে অব্যাহতি দেয় যুব ও ক্রীড়া মন্ত্রণালয়। এর আগে আরও তিন ফেডারেশনের সভাপতি তাদের পদ হারান।
অবশেষে সেই সংস্কারের ধারাবাহিকতায় বৃহস্পতিবার ৯টি ফেডারেশনের নতুন কমিটি দিয়েছে সরকার। প্রথম ধাপে অ্যাডহক কমিটি ঘোষণা করা হয়েছে হকি, অ্যাথলেটিকস, দাবা, বাস্কেটবল, কাবাডি, স্কোয়াশ, টেনিস, ব্রিজ, বিলিয়ার্ড ও স্নুকার।
এত দিন ধরে ক্রীড়াঙ্গন মূলত স্থবির হয়ে ছিল। সবাই এক ধরনের আশায় ছিল কবে নতুন কমিটি দেবে সরকার। যে কারণে খেলার মাঠে কোনও কার্যক্রমও ছিল না। সংগঠক ও কর্মকর্তারা এক রকম গুটিয়ে নিয়েছিলেন খেলাধুলা থেকে। অবশেষে প্রায় ৩ মাস পর সেই কমিটি দিল সরকার। ক্রীড়াঙ্গনের মানুষের প্রত্যাশা এখন থেকে নিয়মিত মাঠে গড়াবে খেলাধুলা।
হকি ফেডারেশনের সাধারণ সম্পাদক করা হয়েছে লেঃ কর্ণেল রিয়াজুল হাসান (অবঃ)। সাবেক এই হকি খেলোয়াড় ছিলেন সেনাবাহিনী ক্রীড়া নিয়ন্ত্রণ বোর্ডের জিএস। এছাড়া হকি ফেডারেশনের তিন সহ-সভাপতির একজন হয়েছেন এডিএন গ্রুপের চেয়ারম্যান আসিফ মাহমুদ।
দাবা ফেডারেশনের সাধারণ সম্পাদক করা হয়েছে ফিদে মাস্টার তৈয়বুর রহমান সুমনকে। যিনি সরকারের একজন যুগ্ম-সচিব। অ্যাথলেটিকস ফেডারেশনের সাধারণ সম্পাদক হয়েছেন সাবেক দ্রুততম মানব শাহ আলম।
এছাড়া কাবাডির সাধারণ সম্পাদক এসএম নেওয়াজ সোহাগ, স্কোয়াশে ব্রিগেডিয়ার জেনারেল জিএম কামরুল ইসলাম (অবঃ), টেনিস ফেডারেশনে ইশতিয়াক আহমেদ, ব্রিজ ফেডারেশনে নাইমুল হাসান, বিলিয়ার্ড ও স্নুকারে রিয়াসাত করিম ভূঁইয়া, বাস্কেটবলে মেজর মোহাম্মদ আতিকুল হাফিজ (অবঃ)।