Beta
বুধবার, ১৩ নভেম্বর, ২০২৪
Beta
বুধবার, ১৩ নভেম্বর, ২০২৪

ফুটবলার রাজিয়ার সন্তানকে আর্থিক অনুদান

শেখ বশির আহমেদ মামুনের দেওয়া অনুদান পৌছে দেন রেফারি তৈয়ব হাসান। ছবি: সংগৃহীত।
শেখ বশির আহমেদ মামুনের দেওয়া অনুদান পৌছে দেন রেফারি তৈয়ব হাসান। ছবি: সংগৃহীত।
Picture of ক্রীড়া প্রতিবেদক

ক্রীড়া প্রতিবেদক

[publishpress_authors_box]

সাফজয়ী মহিলা ফুটবলার রাজিয়া সুলতানার অকাল মৃত্যুতে শোকে স্তব্ধ সাতক্ষীরার ক্রীড়াঙ্গন। ১৩ মার্চ রাতে পুত্র সন্তান জন্ম দেওয়ার পর অতিরিক্ত রক্তক্ষরণে মৃত্যু হয় রাজিয়ার।

মায়ের অকাল মৃত্যুতে শিশু সন্তানটির ভবিষ্যৎ অনেকটা অনিশ্চয়তার মুখে পড়েছে। এমন অবস্থায় শিশুটির পাশে দাঁড়িয়েছেন বাংলাদেশ অলিম্পিক অ্যাসোসিয়েশনের (বিওএ) সহ সভাপতি শেখ বশির আহমেদ মামুন। তিনি শিশুটির ভবিষ্যত ভাবনা ভেবে ও লেখাপড়ার সহযোগিতার আশ্বাস দিয়ে ১ লাখ টাকা আর্থিক অনুদান দিয়েছেন।

শেখ বশির আহমেদ মামুন বিওএর সহ-সভাপতি হলেও সাতক্ষীরা জেলা আন্তর্জাতিক ক্রীড়াবিদ ও সংগঠক ফোরামের প্রধান উপদেষ্টা।  তার এই অনুদান শনিবার কালীগঞ্জ উপজেলার লক্ষ্মীনাথপুরে রাজিয়ার গ্রামে পরিবারের সদস্যদের কাছে পৌঁছে দেন সাতক্ষীরা জেলা আন্তর্জাতিক ক্রীড়াবিদ ও সংগঠক ফোরামের  আহবায়ক, জাতীয় ক্রীড়া পুরস্কারপ্রাপ্ত সাবেক ফিফা রেফারী তৈয়ব হাসান। এ সময় উপস্থিত ছিলেন ফোরামের সদস্য সচিব সচিব সাবেক জাতীয় ফুটবলার ইমাদুল হক খান, সদস্য সাবেক ফিফা সহকারী রেফারী ইকবাল আলম বাবলু, কালীগঞ্জ প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক সুকুমার দাস বাচ্চু।

সাফজয়ী ফুটবলার রাজিয়া সুলতানারে মৃত্যু হয়েছে সন্তান প্রসবের পর। ছবি: সংগৃহীত।

নগদ ১ লাখ টাকা রাজিয়ার স্বামী, দাদী ও নানীর হাতে তুলে দিয়ে রেফারী তৈয়ব হাসান বলেন, “মামুন ভাই রাজিয়ার মৃত্যুর খবরে মর্মাহত। এমন প্রতিভাবান ফুটবলারের অকাল মৃত্যু সত্যি মেনে নেওয়া যায় না। আসলে মামুন ভাইয়ের বদান্যতা অসাধারণ। তার দেওয়া টাকা আমরা শুধু পৌঁছে দিয়েছি। তিনি শিশুটির লেখাপড়ার দায়িত্ব নেওয়ার আশ্বাস দিয়েছেন। তাছাড়া প্রয়োজনে আমরাও সব রকমের সহযোগিতা করবো তাকে।”  

২০১৫ সাল থেকে ২০১৯ সাল পর্যন্ত রাজিয়া খেলেছেন জাতীয় ও বয়সভিত্তিক বিভিন্ন টুর্নামেন্টে। ২০১৭ সালে থাইল্যান্ডে অনুষ্ঠিত এএফসি অনূর্ধ্ব-১৭ টুর্নামেন্টের চূড়ান্ত পর্বে খেলেছেন। ভুটানে ২০১৮ সালের অনূর্ধ্ব-১৮ সাফে ছিলেন চ্যাম্পিয়ন বাংলাদেশ দলের একজন গুরুত্বপূর্ণ খেলোয়াড়। এছাড়া ২০১৯ সালে নেপালে অনুষ্ঠিত সাফে জাতীয় দলে সাবিনা খাতুনদের সঙ্গে খেলেছেন রাজিয়া। ।

নারী ফুটবল লিগে খেলেছেন নাসরিন স্পোর্টিং ও এএফসি ব্রাহ্মণবাড়িয়ার জার্সিতে।

আরও পড়ুন

সর্বশেষ

সর্বাধিক পঠিত