আজকাল দিনে ঘরে মেহমান এলেও প্রথমে ওয়াইফাই পাসওয়ার্ড জানতে চায়। অনেকের মতে, মোবাইল ইন্টারনেট খরচ এখনও ততটা সাশ্রয়ী নয়। ওদিকে যারা সিনেমা দেখেন, ভিডিও কনটেন্ট বানান তাদের জন্য যখনতখন ইন্টারনেট ফুরিয়ে যাওয়া এবং বাড়তি খরচ দুটোই ভীষণ বিরক্তির হয়ে ওঠে।
পরিবারের সবার এবং মেহমানদেরও ইন্টারনেট ব্যবহারের সুযোগ করে দিতে ব্রডব্যান্ড বা কেবল সংযোগ নিয়ে ঘরে ওয়াইফাই রাউটার বসিয়ে নেওয়াটাই এখন সবার কাছে সহজ ও সাশ্রয়ী মনে হয়।
কিন্তু ঘরে রাউটার বসানোর সময় একটাই হিসাবনিকাশ চলে, কোন কোনায় এই ডিভাইস বসালে সবখানে ছন্দময় গতিতে ইন্টারনেট সংযোগ মিলবে?
ওয়াইফাই রাউটার বসানোর জায়গা বেছে নিতে সহজ সমাধান দিচ্ছে ফোর্বস।
বিশেষজ্ঞের সঙ্গে শলাপরামর্শ
ঘরে ইন্টারনেট সংযোগ নিলে আইএসপি প্রতিষ্ঠান থেকে কোনো টেকনিশিয়ানকে পাঠানো হয়। অনেক সময় রাউটার গ্রাহককেই কিনে আনতে হয়। আবার কোনও কোনও আইএসপি রাউটার দিয়ে থাকে। জায়গা নির্বাচনে টেকনিশিয়ানের সঙ্গে আলাপ করে নেওয়াই বুদ্ধিমানের কাজ হবে। রাউটার ঘরে পছন্দের জায়গায় বসিয়ে তারপর ঘরে যেখানে ল্যাপটপ বা সাধারণত কাজ করা হয়, সিনেমা দেখা হয় ওইখানে বসে ইন্টারনেট সিগনাল ও গতি পরীক্ষা করে দেখে নেওয়া দরকার।
ঘরের মাঝামাঝি জায়গা বেছে নিন
রাউটারের অ্যান্টেনা একটি নির্দিষ্ট দূরত্ব পর্যন্ত নেটওয়ার্ক সেবা দিতে পারে। অর্থ্যাৎ রাউটার থেকে যত দূরে যাবেন, সিগনাল তত দুর্বল হয়ে আসবে। এ কারণে ঘরের আকার-আয়তন বুঝে মাঝামাঝি জায়গা বেছে নিয়ে রাউটার বসালে সবদিকে সিগনাল প্রায় সমান ভাবে মিলবে।
উঁচু তাকে রাউটার বসান
তারহীন সিগনাল পাঠানোর সময় সামনে কোনো আসবাব রাউটারের জন্য বাধা হয়ে উঠতে পারে। রাউটার ফ্লোরে রাখলেও সিগনাল দুর্বল হয়ে যাবে। তাই মেঝে থেকে কয়েক ফুট উপরে রাখতে হবে রাউটার। এজন্য সাধারণত ঘরে আলমারি বা উঁচু খোলা তাকে রাউটার বসানো হয়।
বৈদ্যুতিক বিকিরণ এড়াতে হবে
রাউটার এমন জায়গায় বসাতে হবে যেন কাছাকাছি ইলেকট্রনিক ডিভাইসের প্রভাব কম থাকে। অন্যান্য ডিভাইসের সিগনালের কারণে রাউটারের সিগনাল দুর্বল হতে পারে। মাইক্রোওয়েভ ওভেনও রাউটারের সিগনালে ব্যাঘাত ঘটাতে পারে।
দেওয়াল থেকে দূরে
ঘরের মেঝের মতো মোটা দেওয়ালও ওয়াইফাই রাউটারের সিগনাল দুর্বল করে দিতে পারে। তাই উঁচু তাকে বা আলমারির উপর রাউটার বসিয়ে রাখলেও দেওয়াল ঘেঁষে বা পিলারের মুখোমুখি রাখা ঠিক হবে না।
পানি ও আয়না যখন বাধা
অনেকের ঘরে আয়না দিয়ে নানা সজ্জা করা হয়; বড় বড় অ্যাকুরিয়াম রাখা থাকে। মোটা কাচ ও পানি রাউটারের সামনে থাকলে প্রতিসরণ ঘটে সিগনাল এতেও দুর্বল হয়ে যাবে। এমনকি স্টেইনলেস স্টিলের কোনো আসবাবও রাউটারের সামনে রাখা যাবে না।