Beta
বুধবার, ১৯ ফেব্রুয়ারি, ২০২৫
Beta
বুধবার, ১৯ ফেব্রুয়ারি, ২০২৫

তেজগাঁও ট্রাকস্ট্যান্ডে গ্যারেজে আগুন, পুড়ল ৬ ট্রাক

রবিবার সকাল ৮টার দিকে আগুন লাগার খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে যায় ফায়ার সার্ভিসের সদস্যরা।
রবিবার সকাল ৮টার দিকে আগুন লাগার খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে যায় ফায়ার সার্ভিসের সদস্যরা।
[publishpress_authors_box]

ঢাকার তেজগাঁও ট্রাকস্ট্যান্ডে একটি গ্যারেজে আগুন লেগে ছয়টি ট্রাক পুড়ে গেছে। রবিবার সকাল ৮টার দিকে আগুন লাগার খবর পেয়ে ফায়ার সার্ভিসের তিনটি ইউনিট গিয়ে প্রায় এক ঘণ্টার চেষ্টায় আগুন নেভায়।

তাৎক্ষণিকভাবে এ ঘটনায় হতাহতের কোনও খবর পাওয়া যায়নি।

ফায়ার সার্ভিসের মিডিয়া সেল থেকে সংবাদমাধ্যমে পাঠানো এক বার্তায় জানানো হয়, সকাল ৮টা ৫ মিনিটে তেজগাঁও ট্রাকস্ট্যান্ডের একটি গ্যারেজ আগুন লাগার খবর পায় ফায়ার সার্ভিস। এর পাঁচ মিনিটের মধ্যেই ফায়ার সার্ভিসের প্রথম ইউনিটটি ঘটনাস্থলে গিয়ে হাজির হয়।

বার্তায় আরও জানানো হয়, প্রথম ইউনিটটি সকাল ৮টা ১০ মিনিটে ঘটনাস্থলে গিয়ে আগুন নেভাতে কাজ শুরু করে। পরে এর সঙ্গে আরও দুটি ইউনিট যোগ দেয়। তিনটি ইউনিটের সম্মিলিত প্রচেষ্টায় সকাল ৮টা ৩৩ মিনিটে আগুন নিয়ন্ত্রণে আসে এবং ৯টার দিকে আগুন পুরোপুরি নিভে যায়।

ফায়ার সার্ভিসের তিনটি ইউনিট প্রায় এক ঘণ্টার চেষ্টায় আগুন পুরোপুরি নেভাতে সক্ষম হয়।

তবে আগুনের সূত্রপাত কীভাবে হলো সে বিষয়ে ফায়ার সার্ভিসের বার্তায় কিছু জানানো হয়নি।

ফায়ার সার্ভিসের জনসংযোগ বিভাগের কর্মকর্তা তালহা বিন জসিম সকাল সন্ধ্যাকে জানান, ট্রাকস্ট্যান্ডে একটি গ্যারেজে আগুন লাগে। এতে সেখানে থাকা ছয়টি কভার্ডভ্যান ও ট্রাক পুড়ে গেছে।

আরও পড়ুন

সর্বশেষ

সর্বাধিক পঠিত