Beta
বৃহস্পতিবার, ১২ ডিসেম্বর, ২০২৪
Beta
বৃহস্পতিবার, ১২ ডিসেম্বর, ২০২৪

শিবচরে খামারে আগুন, কোরবানির ১৩ গরুর মৃত্যু

মাদারীপুর
[publishpress_authors_box]

মাদারীপুরে শিবচর উপজেলায় এক গরুর খামারে আগুন লেগে কোরবানির ১৩টি গরু মারা গেছে। বুধবার ভোররাতের এ আগুনে খামারের পাশের শেডের প্রায় দুই হাজার মুরগিও মারা গেছে।  

উপজেলার উমেদপুর ইউনিয়নের রামরায়েরকান্দি এলাকার এ খামারের মালিক মিলন মুন্সি। তিনি বলছেন, তার ৩৫ লাখ টাকার বেশি ক্ষতি হয়েছে।

আগুনের কারণ জানা যায়নি। ধারণা করা হচ্ছে, বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত। এটি দুর্ঘটনা, না কি নাশকতা- তা খতিয়ে দেখতে প্রশাসনের কাছে দাবি জানিয়েছেন স্থানীয় ইউপি চেয়ারম্যান জামান মুন্সি।

প্রতিবেশীরা জানিয়েছেন, মিলন মুন্সির গরুর খামারে প্রথমে আগুন লাগে। খামারে ১৪টি গরু বাঁধা ছিল। আগুন টের পেয়ে খামারের কর্মীরা রশি কেটে দিলে একটি গরু ছুটে বেরিয়ে যায়। বাকি গরুগুলোর রশি কাটার আগেই আগুন ছড়িয়ে পড়ে। এতে ১৩টি গরু ও পাশের শেডে থাকা দুই হাজার মুরগি মারা যায়।

তারা আরও জানান, গরুগুলো বিক্রির জন্য বুধবার কুতুবপুর হাটে নেওয়ার কথা ছিল। এজন্য মিলন মুন্সি মঙ্গলবার হাটে গিয়ে জায়গাও দেখে আসেন।

মিলন মুন্সী বলেন, “অনেক ধারদেনা করে আমি এই গরু ও মুরগির খামার গড়ে তুলেছিলাম। আমার ৩৫ লাখ টাকার বেশি ক্ষতি হয়েছে। এত বড় আর্থিক ধাক্কা সামাল দিয়ে ঘুরে দাঁড়াতে পারব কি না- জানি না। আমার সব শেষ হয়ে গেছে।”

খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শনে করেন শিবচর উপজেলা নির্বাহী কর্মকর্তা আব্দুল্লাহ আল মামুন। তিনি জানান, এটা দুর্ঘটনা, না কি নাশকতা- খতিয়ে দেখা হচ্ছে। ক্ষতিগ্রস্ত খামারিকে প্রশাসনের পক্ষ থেকে যতটা সম্ভব সহযোগিতা করা হবে।

আরও পড়ুন

সর্বশেষ

সর্বাধিক পঠিত