কক্সবাজারে উখিয়া উপজেলায় একটি রোহিঙ্গা ক্যাম্পে আগুন লেগেছে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের চারটি ইউনিট ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে কাজ করছে।
শুক্রবার সকাল সাড়ে ১১টার দিকে উখিয়ার পালংখালী ইউনিয়নের ১৩ নম্বর তানজিমারখোলা রোহিঙ্গা ক্যাম্পে অগ্নিকাণ্ড ঘটে বলে জানিয়েছেন অতিরিক্ত শরণার্থী ত্রাণ ও প্রত্যাবাসন কমিশনার মোহাম্মদ সামছু-দ্দৌজা নয়ন।
তবে কীভাবে আগুনের সূত্রপাত হয়েছে তা নিশ্চিত করতে পারেননি তিনি।
সামছু-দ্দৌজা বলেন, সকাল সাড়ে ১১টার দিকে উখিয়ার ১৩ নম্বর তানজিমারখোলা রোহিঙ্গা ক্যাম্পের বাজারে হঠাৎ আগুন লেগে যায়। মুহূর্তেই আগুন আশপাশে ছড়িয়ে পড়ে।
তিনি জানান, এ খবর উখিয়া ফায়ার সার্ভিস স্টেশনে জানানো হলে আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের দুটি ইউনিট ঘটনাস্থলে যায়। পরে কক্সবাজার থেকে আরও দুটি ইউনিট তাদের সঙ্গে যোগ দেয়।
বর্তমানে ফায়ার সার্ভিসের চারটি ইউনিট ঘটনাস্থলে কাজ করছে উল্লেখ করে শরণার্থী ত্রাণ ও প্রত্যাবাসন কমিশনার জানান, টেকনাফ ফায়ার সার্ভিস স্টেশনকেও খবর দেওয়া হয়েছে।