Beta
রবিবার, ১৯ জানুয়ারি, ২০২৫
Beta
রবিবার, ১৯ জানুয়ারি, ২০২৫

ঢাকায় ২ বাসে আগুন

সেগুনবাগিচায় দুটি বাসে আগুন ধরিয়ে দেওয়া হয়েছে। ছবি : সকাল সন্ধ্যা
কোটা সংস্কারের দাবিতে আন্দোলনের মধ্যে মঙ্গলবার ঢাকার সেগুনবাগিচায় দুটি বাসে আগুন ধরিয়ে দেওয়া হয়েছিল। ছবি : সকাল সন্ধ্যা
[publishpress_authors_box]

সরকারি চাকরিতে কোটা সংস্কারের দাবিতে চলমান আন্দোলনের মধ্যে ঢাকায় দুটি যাত্রীবাহী বাসে আগুন দেওয়ার ঘটনা ঘটেছে।

মঙ্গলবার রাত সাড়ে ৮টার দিকে সেগুনবাগিচায় জাতীয় প্রেসক্লাবের সামনে দুটি বাসে আগুন লাগে বলে জানিয়েছেন ফায়ার সার্ভিস সদর দফতরের মিডিয়া সেলের প্রধান মো. শাহজাহান শিকদার।

তিনি জানান, আগুনের খবর পেয়ে কিছুক্ষণের মধ্যেই সেখানে পৌঁছে ফায়ার সার্ভিসের তিনটি ইউনিট। দ্রুত নিভিয়ে ফেলা হয় আগুন। বাস দুটি ছিল ট্রান্স সিলভা পরিবহনের।

এ ঘটনায় কেউ হতাহত হয়নি বলেও জানান তিনি।

ছবিতে দেখা যায়, মেট্রোরেলের পিলারের নিচে রাখা দুটি বাসে দাউ দাউ করে আগুন জ্বলছে। অবশ্য কিছুক্ষণের মধ্যেই তা নিভিয়ে ফেলেন ফায়ার সার্ভিস সদস্যরা।

তবে কে বা কারা বাসে আগুন দিয়েছে সে বিষয়ে এখনো কিছু জানা যায়নি।

আরও পড়ুন

সর্বশেষ

সর্বাধিক পঠিত