বৃহস্পতিবার সন্ধ্যায় ফ্যাসিবাদবিরোধী ছাত্র, শ্রমিক ও জনতার ব্যানারে একটি মিছিল জাতীয় পার্টির কার্যালয় ঘেরাও করতে বিজয়নগরে যায়। ছবি : জীবন আমীরএসময় সেখানে ইটপাটকেল নিক্ষেপ ও ধাওয়া-পাল্টা ধাওয়া শুরু হয়। এরপরই ভাঙচুর করে আগুন ধরিয়ে দেওয়া হয় জাপার কেন্দ্রীয় কার্যালয়ে। দুই পক্ষেরই দাবি, আগে তাদের ওপর হামলা হয়েছে। ছবি : জীবন আমীরকয়েকজনকে দেখা যায় কার্যালয়ের সামনে দেয়ালে থাকা জাতীয় পার্টির লোগো ও দলের প্রতিষ্ঠাতা হুসেইন মুহম্মদ এরশাদের ছবি ভেঙে ফেলতে। ছবি : জীবন আমীরভেঙে ফেলা হয় কার্যালয়ের আশেপাশে থাকা নানা জানালা, দরজা, ব্যানার, ফেস্টুন। ছবি : জীবন আমীরকার্যালয়ের সামনে ব্যানার, ফেস্টুন ও চেয়ার এনে আগুন ধরিয়ে দেওয়া হয়। কার্যালয়ের ভেতরেও আগুন দেখা যায়। এসময় অনেককে ‘আওয়ামী লীগের দালালেরা হুঁশিয়ার সাবধান’ স্লোগান দিতে শোনা যায়। ছবি : জীবন আমীরআগুন নেভাতে এগিয়ে আসে ফায়ার সার্ভিসের দুটি ইউনিট। বাধার মুখে ফিরে যেতে বাধ্য হয় তারা। পরে পুলিশের সহায়তায় আবার এসে আগুন নিয়ন্ত্রণে আনে। ছবি : জীবন আমীরপরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশের পাশাপাশি ঘটনাস্থলে আসে সেনাবাহিনীর সদস্যরা। ছবি : জীবন আমীরসেখান থেকে কয়েকজনকে আটক করে পুলিশ। ছবি : জীবন আমীর