Beta
শনিবার, ১৫ মার্চ, ২০২৫
Beta
শনিবার, ১৫ মার্চ, ২০২৫

সাড়ে ১৫ বছরে দেওয়া সব অস্ত্রের লাইসেন্স স্থগিত

প্রতীকী ছবি
প্রতীকী ছবি
[publishpress_authors_box]

আওয়ামী লীগ সরকারের আমলে গত সাড়ে ১৫ বছরে বেসামরিক জনগণকে দেওয়া সব আগ্নেয়াস্ত্রের লাইসেন্স স্থগিত করেছে সরকার।

রবিবার রাষ্ট্রপতির আদেশক্রমে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের সিনিয়র সহকারী সচিব মো. জহিরুল হক স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়।

এতে বলা হয়, ২০০৯ সালের ৬ জানুয়ারি থেকে ২০২৪ সালের ৫ আগস্ট পর্যন্ত যে সব আগ্নেয়াস্ত্রের লাইসেন্স বেসামরিক জনগণকে দেওয়া হয়েছিল তা স্থগিত করা হয়েছে। আগামী ৩ সেপ্টেম্বরের মধ্যে তাদের গোলাবারুদসহ আগ্নেয়াস্ত্র সংশ্লিষ্ট থানায় জমা দিতে হবে।

 ‘দ্য আর্মস অ্যাক্ট, ১৮৭৮’​​​​​​​ এবং স্বরাষ্ট্র মন্ত্রণালয় কর্তৃক জারিকৃত আগ্নেয়াস্ত্রের লাইসেন্স প্রদান, নবায়ন ও ব্যবহার নীতিমালা ২০১৬ অনুযায়ী জেলা ম্যাজিস্ট্রেট এ বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করবেন বলেও জানানো হয়েছে প্রজ্ঞাপনে।

আরও পড়ুন

সর্বশেষ

সর্বাধিক পঠিত