ঘূর্ণিঝড় রেমালের কারণে পড়ে যাওয়া গাছ কাটার সময় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে একজন ফায়ারফাইটারের মৃত্যু হয়েছে।
ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স মিডিয়া সেল মঙ্গলবার এই তথ্য জানিয়েছে।
ফায়ারফাইটার রাসেল হোসেন (২১) সোমবার রাতে খাগড়াছড়ি সদর হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান।
প্রবল ঘূর্ণিঝড় রেমাল রবিবার রাতে উপকূলে উঠে আসার পর সারাদেশেই ঝড়ো হাওয়া বইছিল। বিভিন্ন স্থানে বহু গাছপালা উপড়ে পড়ে।
খাগড়াছড়ির মাটিরাঙ্গা উপজেলার আলুটিলা এলাকায় গাছ পড়ার খবর পেয়ে রাসেলসহ ফায়ারফাইটাররা সোমবার রাতে সেখানে গিয়েছিলেন উদ্ধার কাজে।
ফায়ার সার্ভিস মিডিয়া সেল জানিয়েছে, গাছ অপসারণের এক পর্যায়ে আকস্মিক বিদ্যুৎ চলে আসায় ফায়ারফাইটার রাসেল বিদ্যুতায়িত হন। তাকে তখন খাগড়াছড়ি সদর হাসপাতালে নেওয়া হলেও বাঁচানো যায়নি।
রাসেলের মৃত্যুতে শোক জানিয়েছেন ফায়ার সার্ভিসের মহাপরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মো. মাইন উদ্দিন।
রাসেলের বাড়ি ঢাকার ধামরাইয়ের বাসন গ্রামে। তিনি ২০২৩ সালে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সে যোগ দিয়েছিলেন।
ঘূর্ণিঝড় রেমালের ফলে যে দুর্যোগ নেমেছে, তা মোকাবেলায় সারাদেশে কাজ করছে ফায়ার সার্ভিস।
সংস্থার পক্ষ থেকে সোমবার জানানো হয়, এ পর্যন্ত ১১৪টি গাছ অপসারণ করা হয়েছে। বিভিন্ন ফায়ার স্টেশনে ১৬৩ জনকে আশ্রয় দেওয়া হয়েছে।