Beta
শুক্রবার, ১৭ জানুয়ারি, ২০২৫
Beta
শুক্রবার, ১৭ জানুয়ারি, ২০২৫

টেপা পুতুল নিয়ে শিল্পী রাসেল রানার প্রথম একক চিত্র প্রদর্শনী

photo-exhibition-151024-01
[publishpress_authors_box]

দেশীয় লোকশিল্পের নিদর্শন টেপা পুতুল। নরম এঁটেল মাটি দিয়ে হাতে টিপে টিপে গড়া টেপা পুতুল। গ্রামীণ মেলা আর উৎসবে শিশুদের খেলা থেকে বিনোদনের অনুষঙ্গ হয়ে উঠেছিল এক সময় এই টেপা পুতুল। লোকজ এই শিল্পের কারুকাজ, অভিব্যক্তি আর রঙের খেলায় নানাভাবে প্রভাবিত হয়েছেন শিল্পী রাসেল রানা।

আবহমান গ্রাম-বাংলার মানুষ আর মাটির তৈরি টেপা পুতুল মিলিয়ে ‘মাটির মানুষ’ হয়ে ওঠে তার শিল্পকর্মের শিরোনাম। সেসব ছবি নিয়ে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের চারুকলা বিভাগের শিক্ষক চিত্রশিল্পী রাসেল রানার প্রথম একক চিত্রকর্ম প্রদর্শনী চলছে রাজধানীর লালমাটিয়ার গ্যালারি ভূমিতে; যা আয়োজন করেছে শিল্পাঙ্গন।

গত ১১ অক্টোবর প্রদর্শনীর উদ্বোধন করেন চিত্রশিল্পী মুস্তফা খালিদ পলাশ। এরপর রোজ শিল্পানুরাগীদের পদচারণায় মুখর হয়ে উঠছে গ্যালারি ভূমি। উপস্থিত থাকছেন শিল্পী রাসেল রানা নিজেও।

এই প্রদর্শনীতে মোট ৩৮টি ছবি এনেছেন শিল্পী।

নিজের শিল্পকর্ম নিয়ে রাসেল রানা বলেন, “এই আধুনিক যুগে আমরা আমাদের আদি ঐতিহ্যের অনেক কিছুই ভুলে যাচ্ছি, আমি আমাদের হাজার বছরের ঐতিহ্য ও লালিত সংস্কৃতিকে তুলে ধরার চেষ্টা করেছি।

“আমি আমার কাজে যতটা সম্ভব চেষ্টা করেছি আমাদের দেশীয় রঙ, লোকজ ফর্ম, দেশীয় জীবনের একটা ছাপ রাখার। যাতে আমার কাজগুলো দেখে যে কেউ খুব সহজে তার শেকড়ের কথা স্মরণ করতে পারেন, শিল্পের সাথে নিজের আত্মার সম্পর্কে অনুভব করতে পারেন।”

“আমার দেশের মাটির মানুষের গল্প ও তাদের সাদামাটা জীবন যাপন এবং আমাদের সেই শেকড়ের গল্পকে চিত্রকর্মে ধরে রাখার চেষ্টা করছি।”

কেন টেপা পুতুলকেই বেছে নিলেন মানুষের প্রতীক হিসেবে?

এমন প্রশ্নের উত্তর খুঁজেছেন শিল্পী নিজেও।

সেই উপলব্ধি নিয়ে সকাল সন্ধ্যাকে রাসেল রানা বলেন, “টেপা পুতুল আমাদের বাঙালি সংস্কৃতির পরিচিতির সঙ্গে জড়িত।

“টেপা পুতুল দিয়ে আমি এই দেশের সরল মানুষের প্রতিচ্ছবি ও বাঙালিয়ানা ফুটিয়ে তোলার চেষ্টা করেছি। টেপা পুতুলকে একটা চরিত্র হিসেবে কল্পনা করি যা আমাদের কাদামাটির সঙ্গে মিশে থাকা শ্রমজীবী মানুষ, বাঙালি নারী, মা-শিশু, কৃষক, জেলে, কুমার, নানান পেশা বা সময়ের গল্পে তুলে ধরেছি। তার সঙ্গে মাটির তৈরি পুতুলে আমাদের দেশীয় রঙে রঙিন ভাবে দেখানোর চেষ্টা করেছি।”

দেশীয় ঐতিহ্যের অংশ অনেক কিছু হারিয়ে যাওয়ার পথে; যা এই চিত্রশিল্পীকেও ভাবায়।

হারিয়ে যাওয়া সেসব চর্চা নিয়ে তিনি বলেন, “টেপা পুতুল, কাঠের ঘোড়া, হাতি, শোলার পাখি, মাছ ইত্যাদির পরিবর্তে এখন পরিবেশ দূষণকারী প্লাস্টিকের তৈরি খেলনা আমাদের ঘরে ঘরে জায়গা করে নিয়েছে। এভাবে অনেক কিছুই হারিয়ে যাচ্ছে।” ‍

দেশীয় সংস্কৃতির শেকড়ের গল্পের পাশাপাশি বর্তমান সময়ের সুখ-দুঃখ, আনন্দ-বেদনা, উৎসব, উদযাপনও তুলির আঁচড়ে তুলে এনেছেন শিল্পী রাসেল রানা।

টেপা পুতুল নিয়ে তার কাজের অনুপ্রেরণা শিল্পাচার্য জয়নুল।

শিল্পী জানালেন, প্রদর্শনীতে কাগজ এবং ক্যানভাসে অ্যাক্রিলিক রঙে আঁকা ছবিগুলোই স্থান পেয়েছে। এই প্রদর্শনী চলবে আগামী ২২ অক্টোবর ২০২৪ পর্যন্ত।

আরও পড়ুন

সর্বশেষ

সর্বাধিক পঠিত