Beta
শুক্রবার, ১৩ সেপ্টেম্বর, ২০২৪
Beta
শুক্রবার, ১৩ সেপ্টেম্বর, ২০২৪

কলকাতা মিশনে প্রথম সচিব (প্রেস) রঞ্জন সেনের মেয়াদ ২ বছর বাড়ল

বাংলাদেশ উপ-হাইকমিশনের প্রথম প্রেস সচিব রঞ্জন সেন
বাংলাদেশ উপ-হাইকমিশনের প্রথম প্রেস সচিব রঞ্জন সেন
Picture of প্রতিবেদক, সকাল সন্ধ্যা

প্রতিবেদক, সকাল সন্ধ্যা

ভারতের কলকাতায় বাংলাদেশ উপ-হাইকমিশনের প্রথম সচিব (প্রেস) রঞ্জন সেনের চুক্তির মেয়াদ আরও দুই বছর বাড়িয়েছে সরকার।

বৃহস্পতিবার জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে পাঠানো এক বিজ্ঞপ্তিতে এ কথা জানানো হয়েছে।

রাষ্ট্রপতির আদেশক্রমে উপসচিব ভাস্কর দেবনাথ বাপ্পির সই করা বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, “সাংবাদিক রঞ্জন সেনকে বর্তমান চুক্তির ধারাবাহিকতায় এবং একই শর্তে ১৩ জুন, ২০২৪ অথবা যোগদানের তারিখ থেকে পরবর্তী দুই বছরের মেয়াদে কলকাতায় বাংলাদেশ উপ-হাইকমিশনে প্রেস উইং প্রথম সচিব পুনরায় চুক্তিভিত্তিক নিয়োগ দেওয়া হলো।”

এই চুক্তিভিত্তিক নিয়োগের অন্যান্য শর্ত অনুমোদিত চুক্তিপত্র দিয়ে নির্ধারণ করতে হবে বলেও সেখানে উল্লেখ করা হয়েছে।

২০২১ সালে প্রথম কলকাতার উপ হাইকমিশনের প্রেস উইংয়ে ফার্স্ট সেক্রেটারি হিসেবে নিয়োগ পান রঞ্জন সেন। তখন তিনি একুশে টেলিভিশনের প্রধান বার্তা সম্পাদক হিসেবে দায়িত্বে ছিলেন।

রঞ্জন সেনের জন্ম চট্টগ্রাম জেলার সাতকানিয়ায়। পড়াশুনা করেছেন সাতকানিয়ার রূপকানিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়, রাজধানী উচ্চবিদ্যালয় ও ঢাকা কলেজে। ১৯৯৮ সালে সাপ্তাহিক বিচিত্রায় প্রদায়ক হিসেবে সাংবাদিকতা শুরু করেন তিনি। এরপর সাপ্তাহিক বিচিত্রায় স্টাফ রিপোর্টার হিসেবে যোগ দেন।

বিভিন্ন সময়ে রঞ্জন সেন বাংলাদেশ সংবাদ সংস্থা, দৈনিক সংবাদ, দেশ টেলিভিশন ও এটিএন নিউজে কাজ করেছেন।

রঞ্জন সেন প্রেস ইন্সটিটিউটে সাংবাদিকতায় স্নাতকোত্তর ডিপ্লোমা করেছেন। ভারত সরকারের বৃত্তিতে আইআইএমসিতে উন্নয়ন সাংবাদিকতার ওপর ডিপ্লোমা কোর্সও করেছেন।

এছাড়া ন্যাশনাল ডিফেন্স কলেজের (এনডিসি) ক্যাপেস্টান কোর্সেও অংশ নিয়েছেন সাংবাদিক রঞ্জন সেন।

আরও পড়ুন

সর্বশেষ

ad

সর্বাধিক পঠিত