অলিম্পিকের উদ্বোধনী অনুষ্ঠান শুক্রবার। তবে এরই মধ্যে ফুটবল, হ্যান্ডবল, রাগবি, আর্চারি মাঠে গড়িয়েছে। আর্চারিতে হয়েছে নতুন বিশ্ব রেকর্ড। মেয়েদের রিকার্ভ একক ইভেন্টে এই রেকর্ড গড়েছেন দক্ষিণ কোরিয়ার আর্চার লিম সিহিয়েওন।
র্যাঙ্কিং রাউন্ডে সিহিয়েওন করেছেন ৬৯৪ পয়েন্ট। ৭২০ পয়েন্টের মধ্যে এত বেশি পয়েন্ট এর আগে কেউ পাননি। অবশ্য এর আগের রেকর্ডটি ছিল কোরিয়ারই ক্যাং চেইয়ংয়ের। তিনি করেন ৬৯২ পয়েন্ট। ২০১৯ সালের বিশ্ব চ্যাম্পিয়নশিপে এই রেকর্ড গড়েছিলেন ক্যাং।
যদিও অলিম্পিক রেকর্ডটি আরও কম। ২০২১ সালে টোকিও অলিম্পিকে ৬৮০ পয়েন্ট তুলে এতদিন এই রেকর্ডের মালিক ছিলেন দক্ষিণ কোরিয়ার আরেক আর্চার আন সান।
এই রেকর্ডের পাশাপাশি দলগতভাবেও অলিম্পিকের নতুন রেকর্ড গড়েছে দক্ষিণ কোরিয়া। তারা পেয়েছে ২০৪৬ পয়েন্ট। এর আগে রেকর্ডটি ছিল চীনের। তাদের দলীয় পয়েন্ট ছিল ১৯৯৬।