Beta
সোমবার, ২১ এপ্রিল, ২০২৫
Beta
সোমবার, ২১ এপ্রিল, ২০২৫

দিনাজপুরে বাস-ট্রাক সংঘর্ষে শিশুসহ নিহত ৬

দুর্ঘটনাকবলিত ট্রাক। ছবি : সকাল সন্ধ্যা
দুর্ঘটনাকবলিত ট্রাক। ছবি : সকাল সন্ধ্যা
[publishpress_authors_box]

দিনাজপুর সদর উপজেলায় যাত্রীবাহী বাসের সঙ্গে আমবোঝাই ট্রাকের মুখোমুখি সংঘর্ষে এক শিশুসহ ছয়জন নিহত হয়েছে।

শুক্রবার সকাল ৬টার দিকে পাঁচবাড়ি বাজারের চকরামপুর এলাকায় দিনাজপুর-ফুলবাড়ি হাইওয়েতে আরিয়ান পেট্রোল পাম্পের কাছে এ দুর্ঘটনায় আহত হয় অন্তত ২৮ জন।

দিনাজপুর কোতোয়ালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ফরিদ হোসেন এ তথ্য নিশ্চিত করেছেন।

নিহতদের মধ্যে দুজনের পরিচয় পাওয়া গেছে। তারা হলেন – ট্রাকের চালক হাসু (৪০) ও নাবিল বাসে সুপারভাইজার রাজেশ। ট্রাকচালক হাসুর বাড়ি ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জ উপজেলার মিত্রমাটি গ্রামে। আর রাজেশের বাড়ি দিনাজপুরের বোঁচাগঞ্জে।

ওসি ফরিদ হোসেন জানান, নাবিল পরিবহনের একটি বাস ঠাকুরগাঁওয়ের রানীশৈংকলের দিকে যাচ্ছিল। সকাল ৬টার দিকে দিনাজপুর-ফুলবাড়ি হাইওয়েতে আরিয়ান পেট্রোল পাম্পের কাছে বিপরীত দিক থেকে আসা আমবোঝাই একটি ট্রাক একটি ভ্যানে ধাক্কা দেওয়ার পর বাসটির সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই ট্রাকের ড্রাইভার ও নাবিল বাসের সুপারভাইজার মারা যায়।

তিনি জানান, ভ্যানচালকসহ আহতদের এম আব্দুর রহিম মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে সেখানে চিকিৎসাধীন অবস্থায় ভ্যানচালক এবং এক শিশুসহ বাসের তিন যাত্রী মারা যায়।

ট্রাকের চালক ছাড়া বাকিদের পরিচয় এখনও শনাক্ত করা যায়নি জানিয়ে ওসি বলেন, দুর্ঘটনায় আহত ২৮ জন এম আব্দুর রহিম মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন আছে।

অতিরিক্ত পুলিশ সুপার আব্দুল্লাহ আল মাসুম জানান, আহতদের চিকিৎসার যাবতীয় ব্যবস্থা করা হয়েছে। নিহতদের পরিবারকে ২৫ হাজার টাকা করে দেওয়া হবে। এছাড়া আহতদের চিকিৎসার খরচ সরকার থেকে বহন করা হচ্ছে।

তিনি জানান, পাঁচবাড়িতে বাঁকের কারণে প্রায়ই দুর্ঘটনা ঘটছে, সে বিষয়েও পদক্ষেপ নেওয়া হবে।

আরও পড়ুন

সর্বশেষ

সর্বাধিক পঠিত