Beta
বৃহস্পতিবার, ১২ সেপ্টেম্বর, ২০২৪
Beta
বৃহস্পতিবার, ১২ সেপ্টেম্বর, ২০২৪

এই আগস্টে নেটফ্লিক্সে যা থাকবে

whats-coming-to-netflix-august-2024
Picture of সকাল সন্ধ্যা ডেস্ক

সকাল সন্ধ্যা ডেস্ক

দ্য আমব্রেলা অ্যাকাডেমি (সিজন- ফোর)

সিরিজটির গায়ে ‘হিট’ তকমা না জুটলেও এটি পেয়েছে বিশ্বব্যাপী একনিষ্ঠ দর্শক। যাদের কাছে ‘দ্য আম্ব্রেলা অ্যাকাডেমি’ ফেভারিট।

গত সিজনটি শেষ হয়েছিল এক দারুণ টুইস্ট রেখে। ভিলেইন চরিত্র রেজিনাল্ড  বেঁধে দেয় এক নতুন টাইমলাইন আর অন্যদিকে ভাই-বোনরা হারিয়ে ফেলে তাদের সুপার পাওয়ার। এমন সময় উদয় হয় এক নতুন শত্রুপক্ষের যারা সুপার পাওয়ারে অধিকারী এই ভাই-বোনদের অস্তিত্ব মুছে দিতে চায়। কিন্তু কোন সুপারপাওয়ার ছাড়া এই নতুন শত্রুদের কিভাবে মোকাবেলা করবে তারা?

জানতে হলে দেখবে হবে সিজন ফোর

আ গুড গার্লস গাইড টু মার্ডার

রহস্যময় এক হত্যাকাণ্ডের গল্প নিয়ে এই আগস্টে আসছে ‘আ গুড গার্লস গাইড টু মার্ডার’। ‘ওয়েন্সডে’ খ্যাত আমেরিকান অভিনেত্রী এমা মায়ার্স এই নেটফ্লিক্স সিরিজের মূল চরিত্র।

একটি খুন এবং আত্মহত্যার ঠিক পাঁচ বছর পরের গল্প দিয়ে শুরু ‘আ গুড গার্লস গাইড টু মার্ডার’। হাই স্কুলের শিক্ষার্থী অ্যান্ডি বেলকে খুন করে তার প্রেমিক সাল সিং। খুনের পর আত্নহত্যা করে সে নিজেই। অন্তত পুলিশ তো তাই বিশ্বাস করতো। ফলে মামলা ওখানেই শেষ।

কিন্তু পিপ ফিটজ- অ্যামোবি চরিত্রে অভিনয় করা মায়ার্স এই হত্যাকাণ্ডে গন্ধ পায় অন্যকিছুর। আর তাই পিপ নিজেই এই হত্যাকাণ্ডের তদন্তে নেমে পড়ে।

এমিলি ইন প্যারিস ( সিজন- ফোর)

এই টিভি সিরিজের গুরুত্বপূর্ণ দুই চরিত্র কামিলে এবং গ্যাব্রিয়েলের নাটকীয় বিয়ের পর এমিলি পরে যায় রোমান্টিক সম্পর্কের এক জটিল জালে। জনপ্রিয় এই সিরিজের প্রধান কুশীলব এমিলি কুপার প্রেম অনুভব করেন দুজন পুরুষের প্রতি।  একদিকে কামিলের বর গ্যাব্রিয়েল আর অন্যদিকে ব্রিটিশ বিজনেসম্যান অ্যানালিস্ট আলফি। কী হবে তারপর?

ব্রিদলেস

‘ব্রিদলেস’ এর গল্প গড়ে উঠেছে এক হাসপাতালের বেশ ক’জন কর্মীদের ঘিরে। যারা গোপনে চালাতো অবৈধ গর্ভপাতের কাজ। আর এর সূত্র ধরে তাদের জীবনে নেমে আসে নানান জটিলতা এবং অনিশ্চয়তা। গল্প এগিয়ে যায়, সমাজের পরিবর্তীত পরিস্থিতিতে চরিত্রগুলোর বৈশিষ্ট্য হয় ভাস্বর। ১৯৬১ সালের প্রেক্ষাপটে ব্রিটিশ এই টেলিভিশন সিরিজটি নির্মিত।

ওর্স্ট এক্স এভার

স্পিন-অফ ডকুমেন্টারি ‘ওর্স্ট এক্স এভার’ যে কোন হরর মুভিকেও যেন হার মানায়। জনপ্রিয় টিভি সিরিজ ‘ওর্স্ট রুমমেইট এভার’ এর স্পিন অফ এই সিরিজতে দেখানো হয় ভয়ঙ্কর রুমমেটরা কী করে মানসিকভাবে অসুস্থ জীবসঙ্গীতে পরিণত হয়। এটি আসছে আগস্টের ১৪ তারিখ।    

আরও পড়ুন

সর্বশেষ

ad

সর্বাধিক পঠিত