Beta
মঙ্গলবার, ২১ জানুয়ারি, ২০২৫
Beta
মঙ্গলবার, ২১ জানুয়ারি, ২০২৫

ভোটের দিনে যুক্তরাষ্ট্রে বন্যায় ২ নির্বাচনকর্মীর মৃত্যু

বন্যার পানির তোড়ে ভেসে যায় গাড়ি।
বন্যার পানির তোড়ে ভেসে যায় গাড়ি।
[publishpress_authors_box]

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচনের মধ্যেই দেশটির মিসৌরি অঙ্গরাজ্যে বন্যায় দুই নির্বাচনকর্মীর মৃত্যু হয়েছে।

মিসৌরির রাইট কাউন্টি ক্লার্কের কার্যালয়ের বিবৃতির বরাত দিয়ে সিএনএন জানিয়েছে, রাজ্যের কিছু এলাকায় আকস্মিক বন্যার কারণে মঙ্গলবার দুই নির্বাচনকর্মীর মৃত্যু হয়।

‘প্রাণহানির ঘটনায় রাইট কাউন্টি ক্লার্কের কার্যালয় মর্মাহত’ একথা উল্লেখ করে বিবৃতিতে বলা হয়, “গত রাতের ঝড়ের মধ্যে দ্রুতগতিতে আসা ঢলের কারণে এই বন্যা দেখা দেয়।”

মিসৌরি রাজ্যের হাইওয়ে প্যাট্রোল জানিয়েছে, বেভার ক্রিকে বন্যার পানির তোড়ে ভেসে যাওয়া গাড়ি থেকে দুইজনের মৃতদেহ উদ্ধার করা হয়। ভুক্তভোগী দুজনের মধ্যে একজন ৭০ বছর বয়সী পুরুষ এবং অপরজন ৭৩ বছর বয়সী নারী।

মিসৌরি রাজ্যের হাইওয়ে প্যাট্রোল সিএনএন-কে নিশ্চিত করেছে, নিহতরা রাইট কাউন্টির নির্বাচনকর্মী ছিলেন।

“তারা ছিলেন নিবেদিতপ্রাণ নাগরিক, যারা সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচনকে গুরুত্ব দিয়েছেন। তাদের অভাব অনুভূত হবে”, বলা হয় রাইট কাউন্টি ক্লার্কের কার্যালয়ের বিবৃতিতে।

এতে আরও বলা হয়, “এই দম্পতি ছিলেন অসাধারণ মানুষ, যারা তাদের কমিউনিটিকে সেবা দেওয়ার জন্য নিজেদের সময় দিয়েছিলেন।”

স্থানীয় সময় মঙ্গলবার মিসৌরি অঙ্গরাজ্যে ভোটগ্রহণ হয়। ওয়াশিংটন পোস্টের তথ্য অনুযায়ী, এখন পর্যন্ত এই রাজ্যের ৮২ শতাংশ ভোট গণনা সম্পন্ন হয়েছে। এতে রিপাবলিকান পার্টির প্রার্থী প্রায় ৫৭ শতাংশ ভোট পেয়ে বড় জয়ের পথে রয়েছেন। তার প্রধান প্রতিদ্বন্দ্বী কমলা হ্যারিস পেয়েছেন প্রায় ৪১ দশমিক ৬ শতাংশ ভোট।

মিসৌরি অঙ্গরাজ্যে মোট ইলেকটোরাল ভোটের সংখ্যা ১০টি। নির্বাচনে যে প্রার্থী ভোট বেশি পাবে, ১০টি ইলেকটোরাল ভোটের সবগুলোই যাবে তার ঝুলিতে।

আরও পড়ুন

সর্বশেষ

সর্বাধিক পঠিত