Beta
বুধবার, ২৬ মার্চ, ২০২৫
Beta
বুধবার, ২৬ মার্চ, ২০২৫

আগস্টে বন্যার আশঙ্কা, প্রস্তুতির নির্দেশ প্রধানমন্ত্রীর

ss--PM_ECNEC Meeting-02-07-24
[publishpress_authors_box]

বৃষ্টি যেভাবে বাড়ছে তাতে আগস্টে দেশে বন্যা হতে পারে বলে আশঙ্কা প্রকাশ করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। পরিস্থিতি মোকাবেলায় তাই এখন থেকেই বন্যার প্রস্তুতি নেওয়ার নির্দেশ দিয়েছেন তিনি।

মঙ্গলবার জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটির (একনেক) সভায় প্রধানমন্ত্রী এই নির্দেশনা দেন। সভা শেষে এক সংবাদ সম্মেলনে এই নির্দেশনার কথা জানান পরিকল্পনামন্ত্রী আব্দুস সালাম।

ঢাকার শেরে বাংলা নগরের এনইসি সম্মেলন কেন্দ্রে এই সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়। দেশের মানুষকে বন্যা থেকে সুরক্ষিত রাখার জন্য প্রশাসনকে এই নির্দেশনা দিয়েছেন বলে জানান পরিকল্পনা সচিব সত্যজিত কর্মকার।

সংবাদ সম্মেলনে পরিকল্পনা মন্ত্রী বলেন, “বিভিন্ন মাধ্যমে পরিবেশিত সংবাদ এবং আবহাওয়াবিদদের মতে বৃষ্টির ধারা দেখে প্রধানমন্ত্রী ধারণা করছেন, এ বছর দেশে বন্যা হতে পারে।”

মন্ত্রী বলেন, “আমাদের দেশ বন্যাপ্রবণ। তাই তিনি আমাদের সবাইকে বলেছেন প্রস্তুত থাকতে। যদি বন্যা হয়েই যায়, তাহলে আমরা যেন প্রস্তুতি অনুযায়ী যথাসময়ে কাজ করতে পারি।”

সংবাদ সম্মেলনে উপস্থিত পরিকল্পনা সচিব সত্যজিত কর্মকার এক প্রশ্নের জবাবে বলেন, “মাননীয় প্রধানমন্ত্রী বলেছেন, উজানে যেভাবে বৃষ্টি বাড়ছে, তার একটা ইফেক্ট আমাদের ওপরে পড়বে। আগস্টে একটা বন্যার আশঙ্কা করছেন তিনি।”

সচিব বলেন, “প্রধানমন্ত্রীর বার্তা হচ্ছে বন্যার জন্য আমরা যেন প্রস্তুতি নিয়ে রাখি। দেশের মানুষকে রক্ষা করার জন্য আমাদেরকে আগে থেকেই প্রস্তুতি নিতে হবে।”

জনগণের জন্য মূলত প্রশাসনকেই এই প্রস্তুতি নিতে বলেছেন প্রধানমন্ত্রী, যোগ করেন তিনি।

আরও পড়ুন

সর্বশেষ

সর্বাধিক পঠিত