Beta
বুধবার, ৯ অক্টোবর, ২০২৪
Beta
বুধবার, ৯ অক্টোবর, ২০২৪

উজানে ভারি বৃষ্টির সম্ভাবনা নেই, বন্যা পরিস্থিতির উন্নতির আভাস

মৌলভীবাজারে বন্যা।
মৌলভীবাজারে বন্যায় তলিয়েছে সড়ক।
Picture of সকাল সন্ধ্যা ডেস্ক

সকাল সন্ধ্যা ডেস্ক

দেশের বেশিরভাগ নদ-নদীর পানি কমছে, সেইসঙ্গে উজানে নদ-নদীর পানি কমাও অব্যাহত রয়েছে। এ ছাড়া দেশের উত্তর-পূর্বাঞ্চল, পূর্বাঞ্চল ও দক্ষিণ-পূর্বাঞ্চলীয় এলাকা এবং তৎসংলগ্ন উজানে আগামী ২৪ ঘণ্টায় ভারি বৃষ্টিপাতের সম্ভাবনা নেই।

এতে সার্বিকভাবে দেশের বন্যা পরিস্থিতির উন্নতি হতে পারে বলে আভাস দিয়েছে বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ডের বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্র।

টানা বৃষ্টির সঙ্গে উজান থেকে নেমে আসা পানিতে কুমিল্লা, নোয়াখালী, ফেনীসহ দেশের ১২ জেলায় বন্যা দেখা দিয়েছে।

শুক্রবার দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের দেওয়া তথ্য বলছে, বন্যাকবলিত দেশের ১২টি জেলায় ক্ষতিগ্রস্ত মানুষের সংখ্যা প্রায় ৪৮ লাখ। পানিবন্দি আছে ৮ লাখ ৮৭ হাজার ৬২৯টি পরিবারের মানুষ। বন্যায় এ পর্যন্ত মৃত্যু হয়েছে ১৫ জনের।

তবে দেশের উত্তর-পূর্বাঞ্চল, পূর্বাঞ্চল ও দক্ষিণ-পূর্বাঞ্চলের প্রধান নদীসমূহের পানি সমতল কমা অব্যাহত থাকায় বন্যা পরিস্থিতির উন্নতি হচ্ছে বলে শনিবার সকালের বুলেটিনে জানিয়েছে বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্র।

বুলেটিনের তথ্য অনুযায়ী, বিগত ২৪ ঘণ্টায় পূর্বাঞ্চলীয় কুমিল্লা, ব্রাহ্মণবাড়িয়া ও ফেনী জেলার ভারতীয় ত্রিপুরা সীমান্তবর্তী অঞ্চলে এবং ত্রিপুরা প্রদেশের অভ্যন্তরীণ অববাহিকাসমূহে উল্লেখযোগ্য বৃষ্টিপাত পরিলক্ষিত হয়নি এবং উজানের নদ-নদীর পানি সমতল হাস অব্যাহত আছে। ফলে বর্তমানে মৌলভীবাজার, হবিগঞ্জ, ফেনী, কুমিল্লা ও চট্টগ্রাম জেলার নিম্নাঞ্চলের বিদ্যমান বন্যা পরিস্থিতির গতকাল (শুক্রবার) হতে উন্নতি শুরু হয়েছে এবং অব্যাহত আছে।

আবহাওয়া সংস্থাসমূহের তথ্যের বরাত দিয়ে বুলেটিন বলা হয়, আগামী ২৪ ঘণ্টায় দেশের উত্তর-পূর্বাঞ্চল, দক্ষিণ-পূর্বাঞ্চল, পূর্বাঞ্চল ও তৎসংলগ্ন উজানে ভারি বৃষ্টিপাতের সম্ভাবনা নেই। এ সময় উত্তর-পূর্বাঞ্চলের মৌলভীবাজার ও হবিগঞ্জ জেলার মনু, খোয়াই ও ধলাই নদী এবং দক্ষিণ-পূর্বাঞ্চল ও পূর্বাঞ্চলের ফেনী, কুমিল্লা ও চট্টগ্রাম জেলার মুহুরী, ফেনী, গোমতী, হালদা ইত্যাদি নদীসমূহের সংলগ্ন নিম্নাঞ্চলের বন্যা পরিস্থিতির উন্নতি অব্যাহত থাকতে পারে।

তবে আবহাওয়া অধিদপ্তরের আবহাওয়াবিদ ওমর ফারুক শনিবার সকাল সন্ধ্যাকে বলেন, ২৫ আগস্ট রাতে অথবা ২৬ আগস্ট দিনের বেলায় বৃষ্টি বাড়ার সম্ভাবনা রয়েছে। পরে সেটা কমে আসবে। আর বৃষ্টি কমে এলেই বন্যা পরিস্থিতির উন্নতি হবে।

ফেনীর ফুলগাজীতে বন্যা

বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্র বলছে, ব্রহ্মপুত্র-যমুনা নদীর পাশাপাশি উত্তর-পূর্বাঞ্চলের সুরমা-কুশিয়ারা নদীর পানি সমতল কমছে, স্থিতিশীল আছে গঙ্গা-পদ্মা নদীর পানি সমতল।

এ ছাড়া দেশের উত্তরাঞ্চলের তিস্তা, ধরলা ও দুধকুমার নদীর পানি সমতলের স্বাভাবিক প্রবাহ বিরাজমান আছে, যা আগামী ৪৮ ঘন্টা পর্যন্ত অব্যাহত থাকতে পারে বলে আভাস দিয়েছে বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্র।

বুলেটিনে জানানো হয়েছে, বর্তমানে দেশের ৬টি নদীর পানি ৯টি পয়েন্টে বিপৎসীমার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছে। এর মধ্যে কুশিয়ারা নদীর পানি সিলেটের অমরশীদ, শেওলা, শেরপুর-সিলেট ও সুনামগঞ্জের মারকুলী পয়েন্টে বিপৎসীমার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছে।

অন্য নদীগুলোর মধ্যে মনু নদীর পানি মৌলভীবাজার পয়েন্টে, খোয়াই নদীর পানি হবিগঞ্জের বাল্লা পয়েন্টে, গোমতী নদীর পানি কুমিল্লা পয়েন্টে, ফেনী নদীর পানি চট্টগ্রামের রামগড় পয়েন্টে ও মুহুরী নদীর পানি ফেনীর পরশুরাম পয়েন্টে বিপৎসীমার ওপর দিয়ে বইছে।

তবে বিপদসীমার ওপর দিয়ে বয়ে যাওয়া এই ছয় নদীর সবগুলোতেই গত ২৪ ঘণ্টায় পানির প্রবাহ কমেছে।

বুলেটিনের তথ্য অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় বাংলাদেশের সিলেটের জাফলংয়ে ৬১ মিলিমিটার, পাবনায় ৬১ মিলিমিটার ও কক্সবাজারের টেকনাফে ৫৮ মিলিমিটার বৃষ্টি হয়েছে। একই সময়ে ভারতের মিজোরামের আইজলে ২২ মিলিমিটার, মেঘালয়ের চেরাপুঞ্জিতে ১২ মিলিমিটার ও ত্রিপুরার কুমারঘাটে ৫ মিলিমিটার বৃষ্টি হয়েছে।

আরও পড়ুন

সর্বশেষ

ad

সর্বাধিক পঠিত