সিলেটে ভারি বৃষ্টির পূর্বাভাস থাকায় বন্যা পরিস্থিতির আরও অবনতির আশঙ্কা করা হচ্ছে। ছবি : সকাল সন্ধ্যাএরই মধ্যে সেখানে পানিবন্দি হয়ে পড়েছে সাড়ে ৮ লাখ মানুষ। ছবি : সকাল সন্ধ্যাবন্যার্তদের জন্য খোলা হয়েছে ৬৫৬টি আশ্রয়কেন্দ্র। সেখানে এখন পর্যন্ত আশ্রয় নিয়েছে ২০ হাজার মানুষ। ছবি : সকাল সন্ধ্যাবন্যার পানিতে ভেসে গেছে খামারের মাছ ও হাঁস। দেখা দিয়েছে বিশুদ্ধ পানির সংকট। ছবি : সকাল সন্ধ্যানদীর পানি বাড়ায় সিলেট শহরের নিম্নাঞ্চল প্লাবিত হয়েছে। পানি ঢুকে পড়েছে অনেক বাসাবাড়িতেও। ছবি : সকাল সন্ধ্যাপায়ের নিচে বন্যার পানি আর মাথার ওপরে বৃষ্টি। পলিথিনে শিশুদের মাথা ঢেকে পথ পাড়ি দিতে দেখা যায় কয়েকজনকে। ছবি : সকাল সন্ধ্যা