Beta
শনিবার, ৭ সেপ্টেম্বর, ২০২৪
Beta
শনিবার, ৭ সেপ্টেম্বর, ২০২৪

ফেনীতে পানি নামছে, বেরিয়ে আসছে ক্ষত

দেশে সার্বিক বন্যা পরিস্থিতির উন্নতি হচ্ছে। সেই সঙ্গে বেরিয়ে আসছে ক্ষত।
দেশে সার্বিক বন্যা পরিস্থিতির উন্নতি হচ্ছে। সেই সঙ্গে বেরিয়ে আসছে ক্ষত। ছবি : সকাল সন্ধ্যা
ফেনীর ফুলগাজীর এই পথটি থেকে পানি নেমেছে, কিন্তু রাস্তা ভেঙে যাওয়ায় চলাচলে কষ্ট পোহাচ্ছে এলাকাবাসী। ছবি : সকাল সন্ধ্যা
চলাচলের পথটা ভেঙে পড়েছে বন্যায়। তাই বাঁশের সাঁকো বানিয়েছে এলাকাবাসী। ছবি : সকাল সন্ধ্যা
কাঠামো ছাড়া ঘরের আর কিছুই অবশিষ্ট নেই। আগের স্মৃতি নিয়ে শুধু ঝুলে আছে মশারী। ছবি : সকাল সন্ধ্যা।
পানি নামলেও বেড়েছে পানিবাহিত রোগের প্রকোপ। ফেনীর ২৫০ শয্যা জেনারেল হাসপাতালের ডায়রিয়া ওয়ার্ডে রোগীদের ভিড়। ছবি : সকাল সন্ধ্যা
পানিবাহিত রোগে আক্রান্ত হয়ে বিভিন্ন বয়সী মানুষ ভর্তি হচ্ছেন হাসপাতালে। ছবি : সকাল সন্ধ্যা
রোগীর ভিড়ে হাসপাতালে জায়গা নেই। তাই রাস্তায় গাছের নিচে শুয়েই চিকিৎসা নিতে হচ্ছে শিশুটিকে। ছবি : সকাল সন্ধ্যা
ওয়ার্ড-বারান্দা জুড়ে রোগীর ছড়াছড়ি। তাই চেয়ারে কোলে বসিয়ে শিশুটিকে স্যালাইন দেওয়া হয়েছে। ছবি : সকাল সন্ধ্যা।
গোয়াল ঘরে রাখার মতো অবস্থা নেই, তাই রাস্তায় রাখা হয়েছে গরুগুলো। ছবি : সকাল সন্ধ্যা

আরও পড়ুন