একেবারে ঘরের দরজায় এসে পড়েছে বন্যার পানি। তারপরও কুমিল্লার মুরাদনগরের ধামঘরে কোনও রকমে বাস করছে পরিবারটি। ছবি : জীবন আমীরচুলা জ্বালানোর উপায় নেই। বহু কষ্টে হাতে এসে পৌঁছানো এসব খাবারেই কাটাতে হবে দিন। কুমিল্লার মুরাদনগরের ধামঘরে তোলা ছবি : জীবন আমীরচারদিকে বন্যার পানির ছড়াছড়ি, কিন্তু সুপেয় পানি নেই। কুমিল্লার মুরাদনগরের ধনিরামপুরে পানিতে নিমজ্জিত নলকূপ। ছবি : জীবন আমীরবন্যার সময়ে সবচেয়ে বেশি সংকট দেখা দেয় সুপেয় পানির। কুমিল্লার মুরাদনগরের মোহনগঞ্জে ত্রাণে পাওয়া পানি নিয়ে যাচ্ছেন একজন। ছবি : জীবন আমীরআকস্মিক বন্যায় ডুবে আছে কুমিল্লার মুরাদনগর উপজেলার মোহনগঞ্জ গ্রাম। পানির স্রোত ঠেলে নিরাপদ স্থানে যাওয়ার চেষ্টা করছেন এক ব্যক্তি। ছবি : জীবন আমীর কুমিল্লার মুরাদনগরের নোয়াকান্দিতে ত্রাণ গ্রহণ করছে একটি পরিবার। ছবি : জীবন আমীরটানা বৃষ্টির সঙ্গে উজান থেকে নেমে আসা পানিতে কুমিল্লা, নোয়াখালী, ফেনীসহ দেশের ১২ জেলায় বন্যা দেখা দিয়েছে। কুমিল্লার মুরাদনগরের ধামঘর থেকে তোলা ছবি : জীবন আমীর