Beta
মঙ্গলবার, ৮ অক্টোবর, ২০২৪
Beta
মঙ্গলবার, ৮ অক্টোবর, ২০২৪

বন্যায় সিলেটের সঙ্গে সারাদেশের রেল যোগাযোগ বন্ধ

বন্যার কারণে রেলসেতুতেতে চলাচলে ঝুঁকি থাকায় ট্রেন চলাচল বন্ধ রাখা হয়েছে। ছবি : সংগৃহীত
বন্যার কারণে রেলসেতুতেতে চলাচলে ঝুঁকি থাকায় ট্রেন চলাচল বন্ধ রাখা হয়েছে। ছবি : সংগৃহীত
Picture of আঞ্চলিক প্রতিবেদক, সিলেট

আঞ্চলিক প্রতিবেদক, সিলেট

বন্যার কারণে রেলসেতুতে চলাচলে ঝুঁকি থাকায় সিলেটের সঙ্গে সারাদেশের ট্রেন চলাচল বন্ধ রয়েছে।

সিলেট রেলওেয়ের স্টেশনের মাস্টার আবু নাসের মো. রাসেল সকাল সন্ধ্যাকে জানান, বৃহস্পতিবার দুপুর ১টা ৪৫ মিনিট থেকে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নির্দেশে ট্রেন চলাচল বন্ধ রয়েছে। বন্যার কারণে কয়েকটি রেলওয়ে সেতুতে চলাচল ঝুঁকিপূর্ণ হওয়ায় এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

তিনি জানান, বৃহস্পতিবার দুপুরের পর থেকে সিলেট থেকে দেশের বিভিন্ন অঞ্চলে চলাচলরত আন্তঃনগরসহ সব ট্রেন চলাচল বন্ধ রাখা হয়েছে। পর্যবেক্ষণ টিম সার্বিক পরিস্থিতি পর্যবেক্ষণ করছে। পর্যবেক্ষণ টিমের সিদ্ধান্ত অনুযায়ী পরিস্থিতি ট্রেন চলাচলের উপযোগী হলে রেল যোগাযোগ স্বাভাবিক হবে।

শ্রীমঙ্গল রেলওয়ে স্টেশনের প্রধান মাস্টার সাখাওয়াত হোসেন সকাল সন্ধ্যাকে  বলেন, সিলেট স্টেশন থেকে ছেড়ে আসা চট্টগ্রামগামী আন্তঃনগর পাহাড়িকা এক্সপ্রেস ট্রেন শ্রীমঙ্গল স্টেশন থেকে ফেরত পাঠানো হয়। এ ছাড়া চট্টগ্রাম থেকে ছেড়ে আসা সিলেটগামী একটি ট্রেনও শায়েস্তাগঞ্জ রেলওয়ে স্টেশন থেকে ফেরত পাঠানো হয়।

তিনি বলেন, শায়েস্তাগঞ্জ রেলওয়ে স্টেশন ব্রিজ চরম ঝুঁকিতে, যার জন্য অনির্দিষ্টকালের জন্য সিলেটের সঙ্গে সারাদেশের রেল যোগাযোগ বন্ধ রয়েছে ।

আরও পড়ুন

সর্বশেষ

ad

সর্বাধিক পঠিত