প্রিমিয়ার লিগের বর্তমান চ্যাম্পিয়ন লিভারপুল। শিরোপাটা ধরে রাখতে মাঝমাঠের শক্তি বাড়াচ্ছে অলরেডরা। এজন্য বায়ার লেভারকুসেন থেকে রেকর্ড ১১৬ মিলিয়ন পাউন্ড ট্রন্সফার ফিতে তারা আনছে ফ্লোরিয়ান ভিরৎজকে। বিবিসি জিানিয়েছে, তাকে নিয়ে প্রিমিয়ার লিগের রেকর্ড ট্রান্সফারে দুই ক্লাবের সমঝোতার খবর।
শুরুতে ভিরৎজের জন্য ১০০ মিলিয়ন পাউন্ড পাবে লেভারকুসেন। এরপর বিভিন্ন বোনাসসহ অঙ্কটা পৌঁছাতে পারে ১১৬ মিলিয়ন পাউন্ড পর্যন্ত। তখন এটা হতে পারে ব্রিটিশ ট্রান্সফার ফির নতুন রেকর্ড। তাছাড়া এত বেশি টাকায় বুন্দেসলিগার কোনো খেলোয়াড়কে কিনেনি কেউ।
১৭ বছর বয়সে লেভারকুসেনের জার্সিতে অভিষেক হওয়া ভিরৎজ ১৯৭ ম্যাচে করেছেন ৫৭ গোল। ২০২৩-২৪ মৌসুমে লেভারকুসেনকে বুন্দেসলিগা জেতানোর পর জার্মানির শীর্ষ লিগটির মৌসুমের সেরা খেলোয়াড় নির্বাচিত হয়েছিলেন তিনি। জার্মানির হয়ে ৩১ ম্যাচে গোল করেছেন ৭টি।
২০২৩ সালের জানুয়ারিতে বেনফিকা থেকে আর্জেন্টাইন মিডফিল্ডার এনসো ফের্নান্দেসকে ১০৭ মিলিয়ন পাউন্ডে কিনেছিল চেলসি। একই বছরের ব্রাইটন থেকে ইকুয়েডরের মিডফিল্ডার মোইসেস কাইসেদোকে কিনতে চেলসির প্রাথমিক খরচ হয়েছিল ১০০ মিলিয়ন পাউন্ড। বিভিন্ন বোনাস-সহ অঙ্কটা পৌঁছাতে পারে ১১৫ মিলিয়ন পাউন্ডে। প্রিমিয়ার লিগের সবচেয়ে দামি ট্রান্সফার এই দুটিই।
লিভারপুল কখনও ১০০ মিলিয়ন পাউন্ড দিয়ে ফুটবলার কেনেনি। ২০২২ সালে বেনফিকা থেকে উরুগুয়ের স্ট্রাইকার দারউইন নুনেসকে তারা কিনেছিল ৬৪ মিলিয়ন পাউন্ডে, সেটা বোনাসসহ হতে পারে ৮৫ মিলিয়ন পাউন্ড।