Beta
শুক্রবার, ১৩ সেপ্টেম্বর, ২০২৪
Beta
শুক্রবার, ১৩ সেপ্টেম্বর, ২০২৪

আধা ঘণ্টার বৃষ্টিতে পরিত্যক্ত দুই ম্যাচ, মাঠ প্রস্তুতি নিয়ে প্রশ্ন

w3
Picture of ক্রীড়া ডেস্ক

ক্রীড়া ডেস্ক

ফ্লোরিডায় জরুরি অবস্থা চলছে। ভারী বৃষ্টি আর বন্যায় জীবন বিপর্যস্ত। সেই তুলনায় দুটি ক্রিকেট ম্যাচ বাতিল হওয়া এমন কিছু না। তবে প্রশ্ন উঠেছে, লডারহিলের যে মাঠে বিশ্বকাপের ভেন্যু- সেখানে বিশ্বকাপের মত বড় মঞ্চের ম্যাচ বাতিল নিয়ে।

লডারহিলে গত শুক্রবার সকাল ৮টা ৩০ মিনিটের পর বৃষ্টি হয়েছে আধাঘণ্টার মত। এই সামান্য বৃষ্টিতেই পরিত্যক্ত হয়েছে যুক্তরাষ্ট্র-আয়ারল্যান্ড ও ভারত-কানাডা ম্যাচ। যুক্তরাষ্ট্রের ম্যাচ না হওয়ায় পাকিস্তান বিদায় নিয়েছে গ্রুপ পর্ব থেকে। তবে আম্পায়াররা বারবার মাঠে এসে পর্যবেক্ষণ করেছেন, চেষ্টা করেছেন ম্যাচ আয়োজনের। মাঠ ভেজা থাকায় খেলোয়াড়দের নিরাপত্তার জন্য সেটা সম্ভব হয়নি। গ্রাউন্ডসম্যানরা চেষ্টা করলেও মাঠ প্রস্তুত করতে পারেননি। সেই চেষ্টায় ভেঙে গিয়েছিল সুপার সপারও!

মাঠ প্রস্তুত করা বা মাঠ ঢেকে না রাখা নিয়ে প্রশ্ন উঠছে এজন্যই। দেখা গেছে শুধু পিচ আর পিচের আশেপাশের জায়গা কাভার দিয়ে ঢাকা, বাকিটা উন্মুক্ত। অথচ বৃষ্টির সতর্কতা জারি করা হয়েছে অনেক আগে। তারপরও কেন কলকাতার ইডেনের মত পুরো মাঠ ঢাকার ব্যবস্থা করা হলো না। এটা হলে, ম্যাচ শুরু হত সঠিক সময়েই। বৃষ্টির সতর্কতার পরও মাঠ ঢাকার মত পর্যাপ্ত কাভার ব্যবস্থা না করায় প্রশ্ন উঠছে আইসিসিকে নিয়েই।

তাই আইসিসিকে পরামর্শ দিয়ে পাকিস্তানের ক্রিকেটার ইমাদ ওয়াসিম বললেন, ‘‘আমার মনে হয় ভবিষ্যতে এটা নিয়ে আইসিসির ভাবা উচিত। পুরো মাঠ যেন ঢাকা থাকে, তাহলে বৃষ্টি শেষ হওয়া মাত্রই খেলা শুরু করা যাবে।’’

হতাশা জানিয়েছেন ভারতীয় ব্যাটিং কোচ বিক্রম রাঠোরও, ‘‘আমরা যেখানে আছি সেখানে গত দিন কোনও বৃষ্টি হয়নি। জানি না কেন খেলা হল না। তবে এটা হতাশার। আপনি যখন জয়ের ছন্দে থাকবেন তখন সেটা হারাতে চাইবেন না।’’

আরও পড়ুন

সর্বশেষ

ad

সর্বাধিক পঠিত