বিশ্বকাপের অব্যবস্থাপনা নিয়ে আইসিসির কাছে লিখিত অভিযোগ করেছিল শ্রীলঙ্কা। তাদের অভিযোগগুলোর একটা ছিল বিমানবন্দরে ৭ ঘণ্টা অপেক্ষা করা। সেই শ্রীলঙ্কা গ্রুপের শেষ ম্যাচ খেলতে আটকা পড়েছে ফ্লোরিডায়।
ভারি বৃষ্টিতে জরুরি অবস্থা জারি করেছেন ফ্লোরিডার মেয়র। রয়েছে জীবন হুমকিতে ফেলা বন্যার শঙ্কাও। তাই বৃহস্পতিবার ফ্লোরিডা থেকে সেন্ট লুসিয়া যাওয়ার বিমানই বাতিল হয়েছে।
একইভাবে বৃষ্টিতে ভেসে যেতে পারে পাকিস্তানের সুপার এইটের স্বপ্নও। জরুরি অবস্থা চললেও বিশ্বকাপের সূচি তো করা হয়েছে আগেই। সেই সূচিতে আজ ফ্লোরিডার লডারহিলে মুখোমুখি হবে যুক্তরাষ্ট্র ও আয়ারল্যান্ড। আবহাওয়ার পূর্বাভাস বলছে, বজ্রসহ বৃষ্টির শঙ্কা আছে ৫৯ শতাংশ। আকাশ থাকবে মেঘে ঢাকা।
South Florida residents told to steer clear of 'life-threatening' flooding
— Rashid Latif | 🇵🇰 (@iRashidLatif68) June 13, 2024
The downpours follow the region's hottest May in recent history.
ICC is Under Pressure | Batters Struggling on Turn and Swinng ? #T20WorldCup pic.twitter.com/eMVboDuL2F
আর বৃষ্টিতে ম্যাচটা পরিত্যক্ত হয়ে গেলে কপাল পুড়বে পাকিস্তানের। কারণ আয়ারল্যান্ডের বিপক্ষে ম্যাচ পরিত্যক্ত হলে যুক্তরাষ্ট্রের পয়েন্ট হবে ৫। সেক্ষেত্রে শেষ ম্যাচে আয়ারল্যান্ডকে হারালেও পাকিস্তানের পয়েন্ট হবে ৪। তাই আজকের ম্যাচ পরিত্যক্ত হলেই সুপার এইটে খেলা হবে না বাবর আজমদের।