Beta
বৃহস্পতিবার, ১ মে, ২০২৫
Beta
বৃহস্পতিবার, ১ মে, ২০২৫

লোকশিল্পী সুষমা দাশ মারা গেছেন

sushma-das
[publishpress_authors_box]

একুশে পদকপ্রাপ্ত লোকশিল্পী সুষমা দাশ আর নেই। বুধবার বিকাল ৫টার দিকে সিলেট নগরীর হাওলাদার পাড়ার নিজ বাসায় তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। ৯৫ বছর বয়সী এই শিল্পী চার ছেলে ও দুই মেয়ে রেখে গেছেন।

লোকশিল্পী সুষমা দাশ বার্ধক্যজনিত বিভিন্ন অসুস্থতায় ভুগছিলেন। গত ১৩ মার্চ গুরুতর অসুস্থ হয়ে পড়লে তাকে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। কয়েকদিন পর তাকে বাসায় নেওয়া হয়। বাসায়ই তার চিকিৎসা চলছিল।

লোকসঙ্গীতে অবদানের জন্য ২০১৭ সালে একুশে পদকে ভূষিত হন সুষমা দাশ। তার মৃত্যুতে শোকের ছায়া নেমে এসেছে সিলেটের সংস্কৃতি অঙ্গনে।

১৯২৯ সালে সুনামগঞ্জের শাল্লা উপজেলার পুটকা গ্রামে জন্ম সুষমা দাশের। তার বাবা প্রখ্যাত লোককবি রশিকলাল দাশ এবং মা লোককবি দিব্যময়ী দাশ। ছয় ভাইবোনের মধ্যে সুষমা দাশ ছিলেন সবার বড়। তার ছোটভাই সঙ্গীতজ্ঞ ও লোকসঙ্গীত সংগ্রাহক পণ্ডিত রামকানাই দাশকে ২০১৪ সালে একুশে পদক দেওয়া হয়।

আরও পড়ুন

সর্বশেষ

সর্বাধিক পঠিত