চট্টগ্রাম-১১ (বন্দর-পতেঙ্গা) আসনে আওয়ামী লীগের সাবেক সংসদ সদস্য এম এ লতিফকে হেফাজতে নিয়েছে সেনাবাহিনী।
চট্টগ্রাম নগরীর পূর্ব মাদারবাড়ি এলাকায় একটি বাড়িতে এম এ লতিফ অবস্থানকালে শুক্রবার সন্ধ্যার দিকে বিএনপির নেতাকর্মীরা বাড়িটি ঘেরাও করলে খবর পেয়ে সেনাবাহিনীর সদস্যরা তাকে উদ্ধার করে হেফাজতে নেয় বলে জানিয়েছেন প্রত্যক্ষদর্শীরা।
যেহেতু থানার কার্যক্রম সচল নেই, তাই এমপি লতিফকে সেনা হেফাজতে নেওয়ার বিষয়ে পুলিশের বক্তব্য পাওয়া যায়নি।
ছাত্র-জনতার আন্দোলনের মুখে গত সোমবার শেখ হাসিনার সরকারের পতনের পর পরিবর্তিত রাজনৈতিক প্রেক্ষাপটে এ নিয়ে চট্টগ্রামের দুজন সাবেক এমপিকে সেনা হেফাজতে নেওয়া হলো।
এর আগে সাবেক পররাষ্ট্রমন্ত্রী এবং চট্টগ্রামের রাঙ্গুনিয়া আসনের সাবেক এমপি ড. হাসান মাহমুদকে ঢাকার হজরত শাহজালাল আর্ন্তজাতিক বিমানবন্দর থেকে নিজেদের হেফাজতে নেয় সেনাবাহিনী।
প্রত্যক্ষদর্শীরা জানান, এমপি লতিফ শুক্রবার মসজিদে জুমার নামাজ পড়ে আসার পথে স্থানীয় বিএনপির নেতারা হট্টগোল করেন। পরে তিনি মসজিদের পাশে থাকা এক আত্মীয়ের বাসায় ঢুকে যান। এ সময় বিএনপির লোকজন জড়ো হয়ে বাড়িটি ঘিরে রাখে এবং বাড়ির দিকে ইটপাটকেল ছুড়তে থাকে। পরে বাড়ির লোকজন সেনাবাহিনীকে জানালে সেনা সদস্যরা এসে লতিফকে উদ্ধার করে নিয়ে যান।
গত ৭ জানুয়ারি অনুষ্ঠিত দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে চট্টগ্রাম-১১ আসনে আওয়ামী লীগের প্রার্থী হিসেবে নির্বাচন করে বিজয়ী হন এম এ লতিফ। এর আগে ২০০৮, ২০১৪ ও ২০১৮ সালে অনুষ্ঠিত জাতীয় সংসদ নির্বাচনে টানা তিনবার জয়ী হন তিনি।
চট্টগ্রামের শীর্ষ ব্যবসায়ী সংগঠন চট্টগ্রাম চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রিজের সাবেক সভাপতিও ছিলেন এম এ লতিফ।