মানুষ চায় বাজারে গিয়ে যেন একটু স্বস্তি মেলে, কিন্তু ঘটছে তার উল্টো। ভোগ্যপণ্যের দাম বাড়ায় ক্রেতার নাভিঃশ্বাস উঠেছে। দেশের একটি বড় সংখ্যক মানুষের থালায় উঠছে না মাছ-মাংস, এমনকি ডিমও।
কিন্তু বাজার নিয়ন্ত্রণে কঠোর কোনও ব্যবস্থা নিতে দেখা যাচ্ছে না। ফলে গত সেপ্টেম্বরের চেয়ে অক্টোবরে আরও বেড়েছে মূল্যস্ফীতি।
বৃহস্পতিবার বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরো (বিবিএস) তাদের ওয়েবসেইটে যে হালনাগাদ তথ্য প্রকাশ করেছে, তাতে দেখা যায়,
অন্তর্বর্তী সরকারের তৃতীয় মাস অক্টোবরে সাধারণ মূল্যস্ফীতি আবারও দুই অংকের ঘর অতিক্রম করে ১০ দশমিক ৮৭ শতাংশে উঠেছে। গত বছরের একই মাসের তুলনায় এই মূল্যস্ফীতি (পয়েন্ট টু পয়েন্ট ভিত্তি) শুন্য দশমিক ৯৪ শতাংশীয় পয়েন্ট বেশি। গত বছরের অক্টোবর মাসে সাধারণ মূল্যস্ফীতি হয়েছিল ৯ দশমিক ৯৩ শতাংশ।
অক্টোবরে ১০ দশমিক ৮৭ শতাংশ মূল্যস্ফীতির অর্থ হলো— গত বছরের অক্টোবরে যে পণ্য বা সেবা ১০০ টাকায় পাওয়া যেত, এই বছরের একই মাসে সেই পণ্য বা সেবা পেতে ১১০ টাকা ৮৭ পয়সা খরচ করতে হয়েছে।
গত মাস অক্টোবরের এই মূল্যস্ফীতি আগের মাস সেপ্টেম্বরের তুলনায়ও শুন্য দশমিক ৯৫ শতাংশীয় পয়েন্ট বেশি। সেপ্টেম্বরে মাসে দেশে সাধারণ মূল্যস্ফীতি হয়েছিল ৯ দশমিক ৯২ শতাংশ। গত জুলাইয়ে দেশে সাধারণ মূল্যস্ফীতি হয়েছিল ১১ দশমিক ৬৬ শতাংশ।
বিবিএস ২০২১-২২ অর্থবছরের সূচককে ভিত্তি ধরে মূল্যস্ফীতির হিসাবায়ন করে। হালনাগাদ প্রতিবেদনে বলা হয়েছে, গত অক্টোবর মাসে খাদ্যে মূল্যস্ফীতি হয়েছে ১২ দশমিক ৬৬ শতাংশ এবং খাদ্যবহির্ভূত মূল্যস্ফীতি ৯ দশমিক ৩৪ শতাংশ।
গত অক্টোবরে দেশের সবচেয়ে বেশি ১১ দশমিক ২৬ শতাংশ মূল্যস্ফীতি হয়েছে গ্রাম এলাকায়। ওই মাসে গ্রামাঞ্চলে খাদ্য উপখাতে মূল্যস্ফীতি হয়েছিল ১২ দশমিক ৭৫ শতাংশ এবং খাদ্যবহির্ভূত উপখাতে মূল্যস্ফীতি ছিল ৯ দশমিক ৭৬ শতাংশ।
গত মাসে শহরাঞ্চলে সাধারণ মূল্যস্ফীতি দাঁড়িয়েছিল ১০ দশমিক ৪৪ শতাংশ। এরমধ্যে খাদ্য উপখাতে ১২ দশমিক ৫৩ শতাংশ এবং খাদ্যবহির্ভূত উপখাতে ৯ দশমিক শূন্য ৬ শতাংশ মূল্যস্ফীতি হয়েছিল।
বিবিএসের সংশ্লিষ্ট অনুবিভাগের এক কর্মকর্তা সকাল সন্ধ্যাকে বলেন, গত মাসে সারাদেশে খাদ্য খাতের দাম বৃদ্ধির কারণেই মূল্যস্ফীতি দুই অংকের ঘর অতিক্রম করেছে। বিশেষ করে ডিম, সব ধরনের শাক-সবজি এবং ব্রয়লার মুরগি ও মাছের দাম বৃদ্ধি পাওয়ায় মূল্যস্ফীতি বেড়েছে।
বিবিএসের প্রতিবেদন অনুযায়ী, গত মাস অক্টোবরে পয়েন্ট টু পয়েন্ট ভিত্তিতে সাধারণ মজুরির হারও কিছুটা বেড়েছে। গত মাসে মজুরির হার ৮ দশমিক শূন্য ৭ শতাংশ বেড়েছে। গত বছরের অক্টোবর মাসে মজুরি বেড়েছিল ৭ দশমিক ৬৯ শতাংশ।