Beta
বৃহস্পতিবার, ১ মে, ২০২৫
Beta
বৃহস্পতিবার, ১ মে, ২০২৫

ফাহমিদুল নয় ভারত ম্যাচে চোখ কাবরেরার

শিলংয়ে প্রথম দিনের অনুশীলনে ফুটবলারদের নিয়ে ব্যস্ত কোচ হাভিয়ের কাবরেরা। ছবি: বাফুফে
শিলংয়ে প্রথম দিনের অনুশীলনে ফুটবলারদের নিয়ে ব্যস্ত কোচ হাভিয়ের কাবরেরা। ছবি: বাফুফে
[publishpress_authors_box]

এশিয়ান কাপ বাছাই খেলতে বৃহস্পতিবার শিলং পৌঁছেছে বাংলাদেশ ফুটবল দল। রাতটুকু বিশ্রামের পর হামজা চৌধুরী, জামাল ভূঁইয়ারা শুক্রবার নেমে পড়েন অনুশীলনে। যদিও অনুশীলনের মাঠ নিয়ে অসন্তুষ্টি ছিল ফুটবলারদের মধ্যে।

এদিন শিলংয়ে ভারত ও বাংলাদেশ দুই দলই অনুশীলন করেছে। যেখানে স্বাগতিকরা রূদ্ধদ্বার অনুশীলন সেরেছে জওহরলাল নেহেরু স্টেডিয়ামের টার্ফে। যেখানেই হবে ম্যাচটি।

অথচ একই দিন বাংলাদেশ দল অনুশীলন করেছে নর্থ ইস্টার্ন হিল ইউনিভার্সিটির ঘাসের মাঠে। তাছাড়া এই মাঠ অসমান। অসমান মাঠে বল রিসিভ করতে বেগ পোহাচ্ছেন ফুটবলাররা।

ভারতের ম্যাচ নিয়ে ভাবছেন ফুটবলাররা। ছবি: বাফুফে

অনুশীলন ভেন্যু নিয়ে কথা বলতে গিয়ে হতাশা আড়াল করলেন না কাবরেরা। জানালেন, ম্যাচের আগে মূল ভেন্যুতে প্রস্তুতি নেওয়ার আশাবাদ। তিনি বলেন, “এই মাঠ প্রস্তুতির জন্য যথাযথ নয়,। আমরা চেষ্টা করব, পরবর্তী দিনগুলোতে অনুশীলনের জন্য ভালো সুযোগ-সুবিধা পাওয়ার। আশা করি, সেটা আমরা পাব। আজকের সেশন হালকা এবং মানিয়ে নেওয়ার সেশন।”

এরপর তিনি যোগ করেন, “মূল ভেন্যুতে প্রস্তুতির সুযোগ পেলে অবশ্যই ভালো হবে এবং আমরা অন্তত এক-দুই দিন মূল ভেন্যুতে অনুশীলন পাওয়ার চেষ্টা করছি। দেখা যাক কি হয়, এটা ম্যানেজারের বিষয়, তাদেরকেই এ বিষয়টি দেখভাল করতে দিন।”

অনুশীলনে ব্যস্ত হামজা চৌধুরী।

শিলংয়ে এসেও কাবরেরার পিছু ছাড়েনি ফাহামিদুল ইসলামের বাদ পড়ার ইস্যু। তবে ওই বিষয় নিয়ে এখন আর ভাবতে চাইছেন না বাংলাদেশ কোচ। বরং হামজা চৌধুরীর সঙ্গে বাকিদের মানিয়ে নেওয়া, ভারত ম্যাচের শেষ মুহূর্তের প্রস্তুতির দিকেই মনোযোগ তার, “একটা দল হিসেবে আমরা খুবই শক্তিশালী। ফাহমিদুলের বিষয়টি নিয়ে চারদিকে নানা ভুল তথ্য ছড়িয়েছে। আমরা জানতাম এটা হবে। আমরা নিজেদেরকে জানি। এখন আমরা ম্যাচ মনোযোগ দিচ্ছি। আমরা সৌদি আরবে খুব ভালো অনুশীলন করেছি, ঢাকায় খুবই ভালো প্রস্তুতি নিয়েছি।”

আরও পড়ুন

সর্বশেষ

সর্বাধিক পঠিত