Beta
বৃহস্পতিবার, ৫ ডিসেম্বর, ২০২৪
Beta
বৃহস্পতিবার, ৫ ডিসেম্বর, ২০২৪

নেপালে গোল করে মুগ্ধ-আবু সাঈদদের স্মরণ

শ্রীলঙ্কার বিপক্ষে অনূর্ধ্ব-২০ সাফে গোলের পর বাংলাদেশের ফুটবলার মিরাজুল ইসলামের উদযাপন। যে উদযাপনে মিশে রইলো ছাত্র আন্দোলনে মারা যাওয়া তরুণদের প্রতি শ্রদ্ধা। ছবি: সংগৃহীত।
শ্রীলঙ্কার বিপক্ষে অনূর্ধ্ব-২০ সাফে গোলের পর বাংলাদেশের ফুটবলার মিরাজুল ইসলামের উদযাপন। যে উদযাপনে মিশে রইলো ছাত্র আন্দোলনে মারা যাওয়া তরুণদের প্রতি শ্রদ্ধা। ছবি: সংগৃহীত।
Picture of ক্রীড়া প্রতিবেদক

ক্রীড়া প্রতিবেদক

[publishpress_authors_box]

গোল করেই সতীর্থদের সঙ্গে উদযাপনে ব্যস্ত হয়ে ওঠেন মিরাজুল ইসলাম। কিন্তু সেই উদযাপন যেন খানিক সময়ের জন্য যেন থমকে গেল বাংলাদেশ অনূর্ধ্ব-২০ দলের স্ট্রাইকারের। মাঠের পাশে গিয়ে আরেকটি টি-শার্ট পরে নিলেন জার্সির ওপরে। যে জার্সিতে লেখা ছিল, “মুগ্ধ এবং আবু সাঈদের স্মরণে, মনে রেখো যুদ্ধ করে রক্ত দিয়ে দেশ পেয়েছি।”  

মঙ্গলবার কাঠমান্ডুতে বাংলাদেশ অনূর্ধ্ব-২০ সাফে নিজেদের প্রথম ম্যাচে অংশ নেয়। শ্রীলঙ্কার বিপক্ষে ম্যাচে ১৮ মিনিটে গোলটি করেন মিরাজুল।

এরপরই তিনি স্মরণ করেন

গোলের পর এই টি-শার্ট পরে উদযাপন করেন মিরাজুল। ছবি; বাফুফে।

বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে অংশ নিয়ে পুলিশের গুলিতে মারা যাওয়া আবু সাঈদ ও মীর মুগ্ধকে। এই তরুণদের সাহসিকতা ও বীরত্বের গল্প বাংলাদেশের সর্বত্রই আলোচিত। এবার সেই আলোচনা ফুটবল মাঠে তুলে আনলেন মিরাজুল।

যদিও আন্তর্জাতিক ম্যাচে রাজনৈতিক মতাদর্শের কিছু প্রদর্শন ফিফা নিষিদ্ধ করেছে। তাই মিরাজের এমন উদযাপন শাস্তির আওতায় পড়ার সম্ভাবনা রয়েছে। যদিও এটা নির্ভর করছে ম্যাচ কমিশনারের প্রতিবেদনের ওপর।

মিরাজুলের উদযাপন।

যদিও বসন্ধুরা কিংস অ্যারিনায় গত বছর অক্টোবরে মালদ্বীপকে হারানোর ম্যাচে ফিলিস্তিনের পতাকা হাতে সারা মাঠ ঘুরেছিলেন বিশ্বনাথ ঘোষসহ বাংলাদেশের ফুটবলাররা।

আরও পড়ুন

সর্বশেষ

সর্বাধিক পঠিত