Beta
শুক্রবার, ১৮ এপ্রিল, ২০২৫
Beta
শুক্রবার, ১৮ এপ্রিল, ২০২৫

শিক্ষা প্রতিষ্ঠানে পদত্যাগের জন্য বল প্রয়োগ কর যাবে না : উপদেষ্টা

পরিকল্পনা ও শিক্ষা উপদেষ্টা অধ্যাপক ওয়াহিদউদ্দিন মাহমুদ।
পরিকল্পনা ও শিক্ষা উপদেষ্টা অধ্যাপক ওয়াহিদউদ্দিন মাহমুদ।
[publishpress_authors_box]

দেশের কোনও শিক্ষা প্রতিষ্ঠান থেকে কাউকে পদত্যাগের জন্য বল প্রয়োগ না করতে নির্দেশ দিয়েছেন শিক্ষা ও পরিকল্পনা উপদেষ্টা অধ্যাপক ওয়াহিদউদ্দিন মাহমুদ।

তিনি বলেছেন, জোর করে পদত্যাগে বাধ্য করা হলে অস্থিরতা সৃষ্টি হতে পারে, ভেঙে পড়তে পারে প্রশাসনও।

রবিবার শিক্ষা মন্ত্রণালয়ের কর্মকর্তাদের সঙ্গে বৈঠকে উপদেষ্টা এই নির্দেশনা দিয়েছেন বলে জানিয়েছেন উপদেষ্টার জনসংযোগ কর্মকর্তা মো. মাহমুদুল হাসান।

শিক্ষা মন্ত্রণালয়ের বিজ্ঞপ্তিতে বলা হয়, বৈঠকে শিক্ষা ও পরিকল্পনা উপদেষ্টা ওয়াহিদউদ্দিন মাহমুদ বলেছেন, “সরকারি শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক, কর্মকর্তা-কর্মচারীদের নিয়ম বিধি অনুযায়ী পদায়ন ও বদল করা হয়। তাদের বলপূর্বক পদত্যাগের সুযোগ নেই।”

তীব্র ছাত্র-গণআন্দোলনের মুখে গত ৫ আগস্ট পদত্যাগ করে দেশ ছাড়েন শেখ হাসিনা। এরপর ৮ আগস্ট দেশ পরিচালনার দায়িত্ব নেয় ড. ইউনূসের নেতৃত্বাধীন অন্তর্বর্তী সরকার।

রাজনৈতিক পালাবদলের সন্ধিক্ষণে দেশে বিভিন্ন ধরনের অরাজক পরিস্থিতির মুখে পড়ে বাংলাদেশ। বিভিন্ন সরকারি-বেসরকারি প্রতিষ্ঠানের শীর্ষ ব্যক্তিরা পদত্যাগ করতে শুরু করেন। কোথাও কোথাও তাদের পদত্যাগে বাধ্য করা হয়।

যা থেকে বাদ পড়েনি প্রাথমিক বিদ্যালয় থেকে উচ্চশিক্ষার সর্বোচ্চ প্রতিষ্ঠান বিশ্ববিদ্যালয়গুলোও। আগের সরকারের ‘সুবিধাভোগী’ আখ্যা দিয়েও অনেক শিক্ষককে পদত্যাগে বাধ্য করার খবর আসতে থাকে গণমাধ্যমে।

এমন বাস্তবতায় অন্তর্বর্তী সরকারের শিক্ষা উপদেষ্টার দায়িত্ব নেওয়া ওয়াহিদউদ্দিন মাহমুদ এই বক্তব্য দিলেন।  

উপদেষ্টা বলেন, “শিক্ষা প্রতিষ্ঠানের বিভিন্ন পদে যারা দায়িত্ব পালন করছেন তাদের কারও বিরুদ্ধে ন্যায়সংগত অভিযোগ থাকলে ব্যবস্থা নেওয়া হবে। নতুন করে পদায়ন ও নিয়োগের কার্যক্রম চলছে।”

দেশে অস্থিরতা তৈরি হলে প্রশাসন ভেঙে পড়ার আশঙ্কা জানিয়ে তিনি বলেন, “জোরপূর্বক পদত্যাগে বাধ্য করে অস্থিরতা সৃষ্টি করলে প্রশাসন ভেঙে পড়তে পারে। শিক্ষক, কর্মকর্তা-কর্মচারীদের বেতন ভাতা পেতে অসুবিধা হবে।”

একটি সফল অভ্যুত্থানের পর এখন সুশৃঙ্খল সমাজে ফিরতে চান উল্লেখ করে ওয়াহিদউদ্দিন মাহমুদ বলেন, শিক্ষাঙ্গনে শিক্ষক-শিক্ষার্থীদের যে ধরনের সম্পর্ক আশা করা হয়, সেটি ফিরিয়ে আনতে হবে এবং কাউকে ব্যক্তিগতভাবে অপমানিত করা যাবে না। শিক্ষাঙ্গনে সবাইকে ভদ্রতা বজায় রাখার ওপরও গুরুত্ব দেন তিনি।

আরও পড়ুন

সর্বশেষ

সর্বাধিক পঠিত