কক্সবাজারের মেরিন ড্রাইভ সড়কে গাছের সঙ্গে ধাক্কা লেগে এক বিদেশি নাগরিক নিহত হয়েছেন। এসময় আহত হয়েছেন আরও দুই আরোহী।
বৃহস্পতিবার বিকাল সাড়ে ৪ টার দিকে উখিয়া উপজেলার জালিয়াপালং ইউনিয়নের উত্তর নিদানিয়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে বলে জানিয়েছেন উখিয়া থানার ওসি মো. আরিফ হোছাইন।
নিহত ব্যক্তির নাম ড্যানিয়েল পল মেগ্রিন (৪৯), তিনি অস্ট্রেলিয়ার নাগরিক। ড্যানিয়েল কক্সবাজারে একটি আন্তর্জাতিক সংস্থায় কর্মরত বলে জানা গেছে, তবে সংস্থাটির নাম জানা যায়নি।
তবে আহতরা পুলিশ পৌঁছার আগেই চিকিৎসা নিতে চলে যাওয়ায় তাদের পরিচয় নিশ্চিত করতে পারেননি ওসি।
স্থানীয়দের বরাত দিয়ে ওসি আরিফ হোছাইন বলেন, বিকালে অস্ট্রেলিয়ান নাগরিক ড্যানিয়েল পল মেগ্রিন নিজে মোটরসাইকেলে কক্সবাজারের দিকে যাচ্ছিলেন। উখিয়ার উত্তর নিদানিয়া এলাকার বেলী শ্রিম্প হ্যাচারির সামনে পৌঁছলে মোটরসাইকেলটি নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশে গাছের সাথে ধাক্কা লাগে। এতে তিনি ঘটনাস্থলে নিহত হন। এসময় মোটরসাইকেলের ধাক্কায় দুই পথচারী আহত হন।
নিহতের লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য কক্সবাজার জেলা সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে বলে জানান ওসি।