Beta
শুক্রবার, ১৩ ডিসেম্বর, ২০২৪
Beta
শুক্রবার, ১৩ ডিসেম্বর, ২০২৪
নারী সাফ চ্যাম্পিয়নশিপ

অতীত ভুলে শিরোপায় চোখ সাবিনাদের কোচের

বৃটিশ কোচ পিটার বাটলার আগের সুখ স্মৃতি আঁকড়ে থাকতে চান না। ছবি: বাফুফে
বৃটিশ কোচ পিটার বাটলার আগের সুখ স্মৃতি আঁকড়ে থাকতে চান না। ছবি: বাফুফে
Picture of ক্রীড়া প্রতিবেদক

ক্রীড়া প্রতিবেদক

[publishpress_authors_box]

বাংলাদেশের নারী সাফ চ্যাম্পিয়নশিপের মুকুট ধরে রাখার অভিযান শুরু ১৭ অক্টোবর। নেপালের দশরথ স্টেডিয়ামে হবে এবারের সাফ। কিন্তু এবারের দলে নেই আঁখি খাতুন, সিরাত জাহান স্বপ্নাদের মতো পুরনো অনেকেই। কৃষ্ণা রানী সরকার চোট সারিয়ে ফিরলেও পুরো ফিট নন। তাহলে গত আসরের মতো এবারও কি মুকুট ধরে রাখতে পারবে মেয়েরা? জাতীয় নারী ফুটবল দলের কোচ পিটার জেমস বাটলার অতীত নিয়ে পড়ে থাকতে চান না।

বসুন্ধরা কিংস অ্যারিনায় বুধবার অনুশীলনের পর কোচ বলেছেন, “শিরোপাধারী হিসেবে, আমি এগুলো দেখছি না। কেননা, সেটা এখন ইতিহাস। আমি মনে করি, কেউ অতীতে বাস করে না। অতীতের অর্জন… আমি সেই ঘরানার মানুষ, যে বর্তমান দেখি। ভবিষ্যতে, সামনের দিকে তাকাই। আমি মনে করি, সামনের দিকে তাকানো গুরুত্বপূর্ণ।”

তিনি যোগ করেন, “অতীতে যা হয়েছে, সেটা ঘটে গেছে। ভিন্ন একটা দল, মানসিকতাও ভিন্ন, তবে লক্ষ্য একই। আমি সবচেয়ে গুরুত্বপূর্ণ মনে করি, নিজেদের দিকে তাকিয়ে বর্তমানে থাকা। অতীতে বাস করা নয়।”

প্রস্তুতি ,ম্যাচের অভাবটা থেকেই যাচ্ছে সাবিনাদের। ছবি: বাফুফে

নারী দল সর্বশেষ প্রীতি ম্যাচ খেলেছে গত জুলাইয়ে ভুটানের বিপক্ষে। ৪-২ গোলে সেই ম‍্যাচে জিতেছিল দল। বাটলারের মনে হচ্ছে, মাঝের সময়ে আরও কিছু ম্যাচ খেলতে পারলে প্রস্তুতি সেরে নেওয়া যেত ঠিকঠাক। তিনি বলেন, “এই দলের কিছু প্রীতি ম্যাচ খেলতে পারলে ভালো হতো, কিন্তু সেটা হয়নি। এটা নিয়ে অভিযোগ নেই। আপনারা জানেন পরিস্থিতি… বাফুফের নির্বাচন। হয়তো যেভাবে আমরা প্রস্তুতি নিতে চেয়েছি, সেভাবে নিতে পারিনি। তো সেটা নিয়ে হা-হুতাশের কিছু নেই। ইতিবাচক থেকে নিজেদের সম্ভাব্য সেরাটা নিংড়ে বের করে এগিয়ে যাওয়াই গুরুত্বপূর্ণ।”

সাফ চ্যাম্পিয়নশিপের শিরোপা ধরে রাখতে বাংলাদেশের সম্ভাব‍্য কৌশলের একটা ধারণা দিলেন মাসুরা পারভীন। অভিজ্ঞ এই ডিফেন্ডার জানালেন, রক্ষণাত্মক খেলা একদমই পছন্দ নয় কোচ পিটার জেমস বাটলারের, তার পছন্দ আক্রমণাত্মক ফুটবল। মেয়েরা তা রপ্ত করছে বলে জানালেন মাসুরা, “নতুন কোচ আমাদের সেভাবেই প্রস্তুত করছেন। ভালো অনুশীলন হচ্ছে। উনি চান না আমরা নিচে নেমে খেলি, উনি রক্ষণাত্মক ফুটবল পছন্দ করেন না। বেশিরভাগ সময় আমাদের আক্রমণাত্মক ফুটবল খেলান। আক্রমণাত্মক খেলা উনি পছন্দ করেন।”

আরও পড়ুন

সর্বশেষ

সর্বাধিক পঠিত