Beta
মঙ্গলবার, ১০ ডিসেম্বর, ২০২৪
Beta
মঙ্গলবার, ১০ ডিসেম্বর, ২০২৪

ডেভিস কাপের দল গঠন নিয়ে তদন্ত কমিটি

দ্বিতীয় বাছাই হানিফকে বাদ দিয়ে ডেভিস কাপে যাচ্ছে বাংলাদেশ।
দ্বিতীয় বাছাই হানিফকে বাদ দিয়ে ডেভিস কাপে যাচ্ছে বাংলাদেশ।
Picture of ক্রীড়া প্রতিবেদক

ক্রীড়া প্রতিবেদক

[publishpress_authors_box]

ডেভিস কাপের বাংলাদেশ দল গড়তে আদৌ কোনও অনিয়ম হয়েছে কিনা সেটা খতিয়ে দেখবে যুব ও ক্রীড়া মন্ত্রণালয়। দ্বিতীয় বাছাই হিসেবে দলে সুযোগ পেয়েও ডেভিস কাপে যাওয়া হচ্ছিল না হানিফ মুন্নার। এরপর সকাল সন্ধ্যায় এ সংক্রান্ত খবর প্রকাশিত হলে সরকারের চাপে হানিফকে দলে নেয় বাংলাদেশ টেনিস ফেডারেশন।

কিন্তু এই দল গড়তে গিয়ে অনিয়ম হয়েছে কিনা এজন্য তদন্ত কমিট গঠন করেছে ক্রীড়া মন্ত্রণালয়। বুধবার জাতীয় ক্রীড়া পরিষদে তদন্ত কমিটির মুখোমুখি হতে বলা হয়েছে বাংলাদেশ টেনিস ফেডারেশনের সাধারণ সম্পাদক আবু সাঈদ মোহাম্মদ হায়দার, বাছাই কমিটির চেয়ারম্যান খালেদ আহমেদ, খেলোয়াড় জারিফ আবরার, মোহাম্মদ হানিফ মুন্না, মোহাম্মদ রুস্তম আলী, মোহাম্মদ দীন ইসলাম ও রঞ্জন রামকে।

আগামী ২০-২৩ নভেম্বর বাহরাইনে হবে ডেভিস কাপ এশিয়া-ওশেনিয়া অঞ্চলের গ্রুপ-৫ এর প্রতিযোগিতা। এই প্রতিযোগিতার জন্য বাংলাদেশের ৬ সদস্যের খেলোয়াড় তালিকায় শুরুতে ছিলেন হানিফ।

শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে তাকে ফেডারেশন বাংলাদেশ দল থেকে বাদ দিয়েছিল। যদিও হানিফের দাবি, ফেডারেশনের সাধারণ সম্পাদক আবু সাঈদ মোহাম্মদ হায়দারের রোষের শিকার হয়ে দল থেকে বাদ পড়েন তিনি।

আগামী ১৮ নভেম্বর ডেভিস কাপ খেলতে ঢাকা ছাড়বে বাংলাদেশ দল।

আরও পড়ুন

সর্বশেষ

সর্বাধিক পঠিত