দুর্নীতির অভিযোগে করা মামলায় খালাস পেয়েছেন বিএনপির সাবেক সংসদ সদস্য মো. হাফিজ ইব্রাহিম।
রাজউকে মিথ্যা হলফনামা দিয়ে প্লট নেওয়া সংক্রান্ত এক মামলার আসামি ছিলেন ভোলা-২ আসনের এই সাবেক এমপি।
রবিবার ঢাকার ৪ নম্বর বিশেষ জজ আদালতের বিচারক রবিউল আলম মামলা থেকে তাকে খালাস দিয়ে রায় ঘোষণা করেন।
আসামিপক্ষের আইনজীবী জাহিদুল ইসলাম কোয়েল সাংবাদিকদের এসব তথ্য জানিয়েছেন।
এর আগে ২০১৭ সালের ১৩ মার্চ ঢাকার মাতিঝিল থানায় দুদকের উপপরিচালক মো. জাহাঙ্গীর হোসেন মামলাটি করেছিলেন।
অভিযোগে বলা হয়েছিল, হাফিজ ইব্রাহিম ২০০১ থেকে ২০০৫ সাল পর্যন্ত এমপি থাকাকালে রাজউকে মিথ্যা হলফনামা দিয়ে ঢাকার বনানী আবাসিক এলাকায় ৫ কাঠার একটি সরকারি প্লট নেন। এজন্য ২০০৪ সালের ২৫ জানুয়ারি রাজউকে গুলশান ও বনানী আবাসিক এলাকায় প্লট বরাদ্দের জন্য আবেদন করেন। সেই আবেদনের সঙ্গে জমা দেওয়া হলফনামায় তিনি জানান, বৃহত্তর ঢাকা মহানগরীর রাজউকের আওতাধীন এলাকার কোথাও তার নিজের, স্ত্রীর বা ছেলে-মেয়ের নামে কোনও আবাসিক জমি, বাড়ি বা ফ্ল্যাট নেই। রাজউক বা সরকারি কোন সংস্থা থেকে তাকে জমি বা বাড়ি লিজও দেওয়া হয়নি।
এই আবেদনের পরিপ্রেক্ষিতে রাজউক ২০০৫ সালের ৮ মে তার নামে বনানী আবাসিক এলাকায় প্লট বরাদ্দের একটি সাময়িক বরাদ্দপত্র দেয়।
ওই বছর ২৭ ডিসেম্বর রাজউক তার নামে ওই প্লটের একটি লিজ দলিল সম্পাদন করে।
কিন্তু দুদকের অনুসন্ধানে দেখা যায়, হাফিজ ইব্রাহীম নিজ নামে ২০০৫ সালের ১০ এপ্রিল গুলশানে চার কাঠা ও তিন কাঠা জমি কেনেন। এসব জমি থাকার পরও মিথ্যা তথ্য দিয়ে তিনি রাজউকের প্লট নেন।