Beta
বৃহস্পতিবার, ৫ ডিসেম্বর, ২০২৪
Beta
বৃহস্পতিবার, ৫ ডিসেম্বর, ২০২৪

সাবেক পররাষ্ট্রমন্ত্রী মোমেনকে নেওয়া হলো ঢাকা সিএমএইচে

সিলেট-১ আসনের সংসদ সদস্য ড. এ কে আব্দুল মোমেন
সিলেট-১ আসনের সংসদ সদস্য ড. এ কে আব্দুল মোমেন
[publishpress_authors_box]

সিলেটে একটি অনুষ্ঠান চলাকালে হঠাৎ অসুস্থ হয়ে পড়া সাবেক পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেনকে ঢাকার সম্মিলিত সামরিক হাসপাতালে স্থানান্তর করা হয়েছে।

মঙ্গলবার সন্ধ্যায় উন্নত চিকিৎসার জন্য তাকে ঢাকায় পাঠানো হয়েছে বলে জানিয়েছেন সিলেটের জেলা প্রশাসক শেখ রাসেল হাসান। তবে তিনি এখন আশঙ্কামুক্ত বলেও জানিয়েছেন তিনি।

এর আগে দুপুর ২টার দিকে সিলেট উপজেলা পরিষদের প্রথম সাধারণ সভা চলাকালে অজ্ঞান হয়ে পড়েন সিলেট-১ আসনের সংসদ সদস্য ৭৬ বছর বয়সী আব্দুল মোমেন।

উপজেলা পরিষদের নবনির্বাচিত চেয়ারম্যান সুজাত আলী রফিক সকাল সন্ধ্যাকে বলেন, “দ্রুত তাকে সিলেট জালালাবাদ ক্যান্টনমেন্টের সিএমএইচে ভর্তি করা হয়। পরে কিছুটা সুস্থ হয়ে উঠলে উন্নত চিকিৎসার জন্য তাকে ঢাকায় পাঠানো হয়। 

“আব্দুল মোমেনের অসুস্থতার কারণে সাধারণ সভা কিছুক্ষণের জন্য মুলতবি ঘোষণা করা হয়েছিল। পরে বিকালে আবার সভার কাজ শুরু হয়।”

রাত ৮টায় ঢাকা সিএমএইচে ভর্তি সাবেক পররাষ্ট্রমন্ত্রী আব্দুল মোমেনকে দেখতে যান প্রবাসীকল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান প্রতিমন্ত্রী শফিকুর রহমান চৌধুরী, আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ও মৌলভীবাজার-২ আসনের সংসদ সদস্য শফিউল আলম চৌধুরী নাদেল ও সিলেট-৩ আসনের সংসদ সদস্য হাবিবুর রহমান হাবিব।

ঢাকা সিএমএইচে এ কে আব্দুল মোমেন
ঢাকা সিএমএইচে এ কে আব্দুল মোমেন

এমপি হাবিবুর রহমান হাবিব সকাল সন্ধ্যাকে বলেন, “আব্দুল মোমেন এখন সুস্থ আছেন। তার বিভিন্ন শারীরিক পরীক্ষা করা হচ্ছে।”

জেলা প্রশাসক জানান, সিলেট সিএমএইচে কিছুটা সুস্থ হওয়ার পর সন্ধ্যা পৌনে ৬টার দিকে তাকে হেলিকপ্টারে করে ঢাকা সিএমএইচে পাঠানো হয়েছে। সাবেক পররাষ্ট্রমন্ত্রী এখন আশঙ্কামুক্ত বলেও জানিয়েছেন তিনি।

মঙ্গলবার বেলা পৌনে ১১টার দিকে আকাশপথে ঢাকা থেকে সিলেট যান ড. মোমেন।

সিলেটে পৌঁছে তিনি সোমবার নগরের ৩৫ নং ওয়ার্ডের চামেলিবাগে টিলাধসে নিহতদের বাড়িতে যান এবং স্বজনদের সান্ত্বনা দেন।

মঙ্গলবার দুপুর থেকে সিলেট সদর উপজেলা পরিষদ প্রাঙ্গনে বিভিন্ন কর্মসূচিতে অংশ নেন। দুপুর ২টার দিকে সদর উপজেলা পরিষদের প্রথম সাধারণ সভা চলাকালেই তিনি হঠাৎ অসুস্থ হয়ে পড়েন।

সফরসূচি অনুযায়ী বিকালেই তার ঢাকায় ফেরার কথা ছিল।

আরও পড়ুন

সর্বশেষ

সর্বাধিক পঠিত