Beta
শুক্রবার, ৭ ফেব্রুয়ারি, ২০২৫
Beta
শুক্রবার, ৭ ফেব্রুয়ারি, ২০২৫

রিমান্ড শেষে সাবেক আইজিপি শহীদুল কারাগারে

সাবেক আইজিপি শহীদুল হক। ফাইল ছবি
সাবেক আইজিপি শহীদুল হক। ফাইল ছবি
[publishpress_authors_box]

ঢাকার নিউমার্কেট থানা এলাকায় ব্যবসায়ী আব্দুল ওয়াদুদ হত্যা মামলায় গ্রেপ্তার পুলিশের সাবেক মহাপরিদর্শক (আইজিপি) শহীদুল হককে কারাগারে পাঠানোর আদেশ দিয়েছেন আদালত।

সাত দিনের রিমান্ড শেষে বুধবার সকালে  শহীদুল হককে আদালতে হাজির করে কারাগারে আটক রাখার আবেদন করেন মামলার তদন্ত কর্মকর্তা নিউমার্কেট থানার উপপরিদর্শক (এআই) বায়েজীদ বোস্তামী।

শুনানি শেষে ঢাকার মহানগর হাকিম আলী হায়দারের আদালত সাবেক আইজিপি শহীদুল হককে কারাগারে পাঠানোর আদেশ দেন।

আটক রাখার আবেদনে তদন্ত কর্মকর্তা উল্লেখ করেন, আদালতের নির্দেশ অনুযায়ী আসামিকে সাত দিনের রিমান্ডে জিজ্ঞাসাবাদের অনুমতি পেয়ে হাইকোর্ট বিভাগের নির্দেশনা অনুসরণপূর্বক বিধি মোতাবেক অত্র মামলার ঘটনা সংক্রান্ত বিষয়ে দফায় দফায় তাকে ব্যাপক জিজ্ঞাসাবাদ করা হয়।

জিজ্ঞাসাবাদে আসামি মামলার ঘটনার বিষয়ে কিছু গুরুত্বপূর্ণ তথ্য দেন জানিয়ে আবেদনে আরও বলা হয়, এই তথ্য মামলার তদন্ত কাজে সাহায্য করবে। আসামির দেওয়া তথ্যগুলো যাচাই-বাছাই করা হচ্ছে। মামলার তদন্ত কাজ অব্যাহত আছে। মামলার তদন্ত কাজ শেষ না হওয়া পর্যন্ত আসামিকে জেল হাজতে আটক রাখা একান্ত প্রয়োজন।

সরকারি চাকরিতে কোটা সংস্কারের দাবিতে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন চলাকালে গত ১৯ জুলাই বিকালে নিউমার্কেট থানার নীলক্ষেত এলাকায় পুলিশের গুলিতে নিহত হন ব্যবসায়ী আব্দুল ওয়াদুদ।

ওই ঘটনায় নিহতের শ্যালক আব্দুর রহমান সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা, সেতুমন্ত্রী ওবায়দুল কাদেরসহ ১৩০ জনের বিরুদ্ধে হত্যা মামলা দায়ের করেন। এই মামলায় গত ৩ সেপ্টেম্বর রাতে সাবেক আইজিপি শহীদুল হককে গ্রেপ্তার করে আইনশৃঙ্খলা বাহিনী।

এরপর গত ৪ সেপ্টেম্বর তাকে আদালতে হাজির করে জিজ্ঞাসাবাদের জন্য রিমান্ড আবেদন করা হলে আদালত সাত দিনের রিমান্ড মঞ্জুর করে।

আরও পড়ুন

সর্বশেষ

সর্বাধিক পঠিত