Beta
বুধবার, ২৬ মার্চ, ২০২৫
Beta
বুধবার, ২৬ মার্চ, ২০২৫

সাবেক শিল্পমন্ত্রী নূরুল মজিদ গ্রেপ্তার

ঢাকার গুলশান এলাকা থেকে সাবেক শিল্পমন্ত্রী নূরুল মজিদ মাহমুদ হুমায়ূনকে গ্রেপ্তার করার কথা জানিয়েছে র‌্যাব।
ঢাকার গুলশান এলাকা থেকে সাবেক শিল্পমন্ত্রী নূরুল মজিদ মাহমুদ হুমায়ূনকে গ্রেপ্তার করার কথা জানিয়েছে র‌্যাব।
[publishpress_authors_box]

সাবেক শিল্পমন্ত্রী ও পাঁচবারের সংসদ সদস্য নূরুল মজিদ মাহমুদ হুমায়ূনকে গ্রেপ্তার করার কথা জানিয়েছে র‌্যাব।

বুধবার ভোরে ঢাকার গুলশান এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয় বলে র‌্যাবের এক বার্তায় জানানো হয়।

এতে বলা হয়, গত ৪ আগস্ট নরসিংদীর মাধবদী এলাকায় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন চলাকালে ছাত্র-জনতার ওপর হামলা, আক্রমণ ও হত্যাকাণ্ডের অভিযোগে সাবেক সংসদ সদস্য ও সাবেক শিল্পমন্ত্রী নূরুল মজিদ মাহমুদ হুমায়ূনকে গ্রেপ্তার করা হয়েছে।

ছাত্র-জনতার তীব্র আন্দোলনে গত ৫ আগস্ট শেখ হাসিনার সরকার পতনের পর থেকে বিভিন্ন সময়ে আইনশৃঙ্খলা বাহিনীর হাতে গ্রেপ্তার হয়েছেন সাবেক সরকারের মন্ত্রী এবং বিলুপ্ত হওয়া সংসদের সদস্যসহ (এমপি) আওয়ামী লীগের নেতাকর্মীরা।

এই তালিকায় সর্বশেষ যুক্ত হলো সাবেক শিল্পমন্ত্রী নূরুল মজিদ মাহমুদ হুমায়ূনের নাম।

নূরুল মজিদ ১৯৮৬ সালে অনুষ্ঠিত তৃতীয় জাতীয় সংসদ নির্বাচনে স্বতন্ত্র প্রার্থী হিসেবে নরসিংদী-৪ আসন থেকে প্রথম সংসদ সদস্য নির্বাচিত হন।

এরপর নবম, দশম, একাদশ ও সর্বশেষ দ্বাদশ জাতীয় সংসদের নির্বাচিত সদস্য ছিলেন তিনি।

২০১৮ সালে অনুষ্ঠিত একাদশ জাতীয় সংসদ নির্বাচে জিতে আওয়ামী লীগ টানা তৃতীয় মেয়াদে সরকার গঠন করার পর শিল্পমন্ত্রীর দায়িত্ব পান তিনি।

চলতি বছরের ৭ জানুয়ারি অনুষ্ঠিত নির্বাচনে জয়ের পর আওয়ামী লীগের টানা চতুর্থ মেয়াদের সরকারেরও শিল্পমন্ত্রীর দায়িত্বে ছিলেন তিনি।

আরও পড়ুন

সর্বশেষ

সর্বাধিক পঠিত