Beta
বৃহস্পতিবার, ৩ অক্টোবর, ২০২৪
Beta
বৃহস্পতিবার, ৩ অক্টোবর, ২০২৪

সাবেক বিচারপতি শামসুদ্দিন চৌধুরী মানিক আটক

সাবেক বিচারপতি শামসুদ্দিন চৌধুরী মানিককে শুক্রবার রাতে আটক করার কথা জানিয়েছে বিজিবি।
সাবেক বিচারপতি শামসুদ্দিন চৌধুরী মানিককে শুক্রবার রাতে আটক করার কথা জানিয়েছে বিজিবি।
Picture of সকাল সন্ধ্যা ডেস্ক

সকাল সন্ধ্যা ডেস্ক

বাংলাদেশ সুপ্রিম কোর্টের আপিল বিভাগের সাবেক বিচারপতি এ এইচ এম শামসুদ্দিন চৌধুরী মানিককে আটক করেছে বিজিবি।

শুক্রবার রাতে তাকে আটক করা হয় বলে বিজিবির এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়।

এতে বলা হয়, সাবেক বিচারপতি শামসুদ্দিন চৌধুরী মানিক ভারতে যাওয়ার প্রাক্কালে বিজিবির হাতে আটক হন।

বিজিবি একটি সূত্রের বরাত দিয়ে বাসস জানায়, জকিগঞ্জ সীমান্ত থেকে শুক্রবার রাত ১১টা ২০ মিনিটে তাকে আটক করা হয়।

আপিল বিভাগের বিচারপতি শামসুদ্দিন চৌধুরী মানিক ২০১৫ সালে অবসরে যান। এরপর থেকে বিভিন্ন অনুষ্ঠান ও টেলিভিশন টক শোতে আলোচক হিসেবে দেখা গেছে তাকে।

বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানকে নিয়ে ‘আপত্তিকর মন্তব্যের’ অভিযোগে সম্প্রতি বিচারপতি মানিকের বিরুদ্ধে দুটি মামলা হয়।

এ ছাড়া তার বিরুদ্ধে সরকারি বাড়ির ভাড়া পরিশোধ না করার অভিযোগ অনুসন্ধানে সম্প্রতি দুর্নীতি দমন কমিশনের (দুদক) কাছে একটি আইনি নোটিস পাঠানো হয়।

ওই নোটিসে বলা হয়, কেবল ভাড়া নয়, সরকারি বাড়িতে থাকাকালে সাবেক বিচারপতি মানিক গ্যাস ও পানির বিলও দেননি। বাড়িভাড়াসহ এসব বিল বাবদ সরকারের পাওনা ১৪ লাখ ১৯ হাজার ২০০ টাকা।

আরও পড়ুন

সর্বশেষ

ad

সর্বাধিক পঠিত