সাবেক ভূমিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরী জাবেদের ৩৯টি ব্যাংক হিসাব অবরুদ্ধের নির্দেশ দিয়েছে আদালত।
বুধবার দুর্নীতি দমন কমিশনের (দুদক) আবেদনের ওপর শুনানি শেষে ঢাকা মহানগর সিনিয়র স্পেশাল জজ জাকির হোসেন গালিবের আদালত এ আদেশ দিয়েছে।
আদালত সূত্রে জানা গেছে, এসব অ্যাকাউন্টে ৫ কোটি ২৬ লাখ ৮৩ হাজার ৮৫ টাকা রয়েছে।
আবেদনে বলা হয়, সাইফুজ্জামান চৌধুরী জাবেদের বিরুদ্ধে অর্থ পাচারের অভিযোগ অনুসন্ধানের জন্য টিম গঠন করা হয়েছে। অনুসন্ধানকালে তিনি এসব অস্থাবর সম্পত্তি হস্তান্তর বা স্থানান্তর করতে পারেন বলে বিশস্ত সূত্রে জানা গেছে। সুষ্ঠু তদন্তের স্বার্থে তার ব্যাংক হিসাব জরুরি ভিত্তিতে অবরুদ্ধ করা একান্ত প্রয়োজন।
এর আগে গত ৭ অক্টোবর সাবেক মন্ত্রী সাইফুজ্জামান চৌধুরী ও তার স্ত্রী রুকমীলা জামানের দেশত্যাগে নিষেধাজ্ঞা দেয় একই আদালত।
গত ১৭ অক্টোবর তাদের নামে দেশ-বিদেশে থাকা ৫৮০টি বাড়ি বা অ্যাপার্টমেন্ট বা জমিসহ স্থাবর সম্পদ জব্দের আদেশ দেয় আদালত। এর মধ্যে যুক্তরাজ্যে ৩৪৩টি, সংযুক্ত আরব আমিরাতে ২২৮টি এবং যুক্তরাষ্ট্রে ৯টি সম্পত্তি আছে।
সাবেক ভূমিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরী জাবেদ চট্টগ্রামের আনোয়ারা উপজেলা থেকে চারবার নির্বাচিত সংসদ সদস্য প্রভাবশালী আওয়ামী লীগ নেতা প্রয়াত আখতারুজ্জামান চৌধুরী বাবুর ছেলে। বাবার হাত ধরেই রাজনীতিতে হাতেখড়ি তার।
আখতারুজ্জামান চৌধুরী বাবুর মৃত্যুর পর ২০১৩ সালে উপনির্বাচনে চট্টগ্রাম-১২ আসন থেকে নির্বাচিত হন সাইফুজ্জামান।
২০১৪ সালে চট্টগ্রাম-১৩ আসন থেকে আবার নির্বাচিত হন তিনি। সেবার তাকে ভূমি মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রীর দায়িত্ব দেওয়া হয়। এরপর ২০১৮ সালে একাদশ জাতীয় সংসদ নির্বাচনে চট্টগ্রাম-১৩ আসন থেকে ফের নির্বাচিত হন এবং ভূমি মন্ত্রণালয়ের দায়িত্ব পান। এ বছরের ৭ জানুয়ারি দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনেও জয়ী হন সাইফুজ্জামান।
ছাত্র-জনতার গণআন্দোলনের মুখে ৫ আগস্ট শেখ হাসিনা সরকারের পতনের পর অনেকের মতো সাইফুজ্জামান চৌধুরীও দেশ ছেড়ে পালিয়ে যান।