ঢাকার মহাখালীর ডিওএইচএস এলাকা থেকে ঢাকা উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি) সাবেক মেয়র আতিকুল ইসলামকে গ্রেপ্তার করেছে মোহাম্মদপুর থানা পুলিশ।
ঢাকা মেট্রোপলিটান পুলিশের (ডিএমপি) মিডিয়া সেল থেকে পাঠানো খুদেবার্তায় এ তথ্য জানানো হয়েছে।
জুলাইয়ে ছাত্র-জনতার আন্দোলনের সময় হত্যা-নিপীড়নের ঘটনায় আতিকের বিরুদ্ধে মোহাম্মদপুর থানায় তিনটি মামলা রয়েছে বলে পুলিশ জানিয়েছে।
ছাত্র-জনতার অভ্যুত্থানে গত ৫ আগস্ট শেখ হাসিনার সরকার পতনের পর থেকে বিভিন্ন সময়ে আইনশৃঙ্খলা বাহিনীর হাতে গ্রেপ্তার হয়েছেন সাবেক সরকারের মন্ত্রী এবং বিলুপ্ত হওয়া সংসদের সদস্যসহ (এমপি) আওয়ামী লীগের নেতাকর্মীরা।
এই তালিকায় এবার যুক্ত হলো সাবেক মেয়র আতিকের নাম, যিনি বিগত সরকার পতনের পর থেকেই গা ঢাকা দিয়ে ছিলেন। বুধবার সন্ধ্যায় তাকে গ্রেপ্তার করা হয়েছে বলে ডিএমপি জানিয়েছে।
২০১৯ সালের ২৮ ফেব্রুয়ারির উপ-নির্বাচনের পর ৭ মার্চ ডিএনসিসির মেয়র হিসেবে দায়িত্ব নেন আতিক। তিনি ২০২০ সালের ১ ফেব্রুয়ারির নির্বাচনেও মেয়র নির্বাচিত হন।
তিনি ২০১৩-১৪ মেয়াদে বাংলাদেশ পোশাক প্রস্তুতকারক ও রপ্তানিকারক সমিতির (বিজিএমইএ) সভাপতি ছিলেন।