কোটা সংস্কার আন্দোলনে ঢাকার উত্তরায় বকুল মিয়া নামে একজনকে গুলি করে হত্যার অভিযোগে করা মামলায় উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি) সাবেক মেয়র আতিকুল ইসলামকে রিমান্ড শেষে কারাগারে পাঠানো হয়েছে।
মামলায় শুক্রবার (২২ নভেম্বর) শুনানি শেষে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মেহেদী হাসানের আদালত তাকে কারাগারে পাঠানোর আদেশ দেয়।
মামলায় বলা হয়, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ব্যানারে কোটা সংস্কার আন্দোলন চলাকালে গত ১৭ জুলাই উত্তরা পূর্ব থানাধীন আজমপুর বাসস্ট্যান্ডে বকুল মিয়া গুলিবিদ্ধ হন। চিকিৎসাধীন অবস্থায় ১৯ জুলাই রাতে মারা যান তিনি। এ ঘটনায় তার স্ত্রী মনিকা আক্তা উত্তরা পূর্ব থানায় হত্যা মামলাটি করেন।
গত ১৬ অক্টোবর রাতে মহাখালী ডিওএইচএস এলাকা থেকে সাবেক মেয়র আতিককে গ্রেপ্তার করে মোহাম্মদপুর থানা পুলিশ। পরদিন মোহাম্মদপুর থানার তিন হত্যা মামলায় জামিন নামঞ্জুর করে তাকে কারাগারে পাঠায় আদালত।
বকুল মিয়া হত্যা মামলায় গত ১৩ নভেম্বর তাকে পাঁচ দিন হেফাজতে নিয়ে জিজ্ঞাসাবাদের অনুমতি দেয় আদালত। সেই রিমান্ড শেষে আতিককে শুক্রবার আদালতে হাজির করে কারাগারে আটক রাখার আবেদন করেন তদন্ত কর্মকর্তা পুলিশের উত্তরা জোনাল টিমের পরিদর্শক মাহমুদুর রহমান।
আবেদনে বলা হয়, প্রাথমিক তদন্তে জানা গেছে, আতিকুল ইসলাম ঢাকা মহানগর উত্তর আওয়ামী লীগের উপদেষ্টা ও ফ্যাসিস্ট সরকারের সমর্থনপুষ্ট উত্তর সিটি করপোরেশনের মেয়র ছিলেন। রিমান্ডে গুরুত্বপূর্ণ তথ্য দিয়েছেন আসামি, যা যাচাই-বাছাই প্রক্রিয়াধীন।
১৭ জুলাই এই আসামির নির্দেশে তার অধীন ওয়ার্ড কাউন্সিলদের নেতৃত্বে অন্য আসামিরা দেশি অস্ত্রসস্ত্রে সজ্জিত হয়ে ছাত্র-জনতার মিছিল বানচালের চেষ্টা চালায়। তারা শান্তিপূর্ণ মিছিলে হামলা চালিয়ে বৈধ/অবৈধ আগ্নেয়াস্ত্র দিয়ে এলোপাথাড়ি গুলি চালায় বলে প্রাথমিক তদন্তে প্রমাণ মিলেছে। মামলার তদন্ত চলছে।
এসব কথা উল্লেখ করে তদন্ত কর্মকর্তা সাবেক মেয়র আতিককে কারাগারে আটক রাখার আবেদন করেন বলে জানান উত্তরা পূর্ব থানার আদালতের সাধারণ নিবন্ধন শাখার সাব-ইন্সপেক্টর আতিকুর রহমান।
বাংলাদেশ পোশাক প্রস্তুতকারক ও রপ্তানিকারক সমিতির (বিজিএমইএ) সাবেক সভাপতি আতিকুল ইসলাম ২০১৯ সালের ২৮ ফেব্রুয়ারির উপ-নির্বাচনের পর ৭ মার্চ ডিএনসিসির মেয়র হিসেবে দায়িত্ব নিয়েছিলেন। তিনি ২০২০ সালের ১ ফেব্রুয়ারির নির্বাচনেও মেয়র নির্বাচিত হয়েছিলেন।
ছাত্র-জনতার অভ্যুত্থানে গত ৫ আগস্ট শেখ হাসিনার সরকার পতনের পর গঠিত অন্তর্বর্তী সরকার দেশের ১২টি সিটি করপোরেশনের মেয়রদের অপসারণ করে। এতে ঢাকা উত্তরের মেয়র পদ হারান আতিকুল ইসলাম।