Beta
মঙ্গলবার, ১৮ ফেব্রুয়ারি, ২০২৫
Beta
মঙ্গলবার, ১৮ ফেব্রুয়ারি, ২০২৫

জামিন পাননি সাবেক মেয়র আতিক

সাবেক মেয়র আতিক কারাগারে
সাবেক মেয়র আতিকুল ইসলামকে বৃহস্পতিবার সকালে আদালতে হাজির করা হয়। ছবি : সকাল সন্ধ্যা
[publishpress_authors_box]

ঢাকা উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি) সাবেক মেয়র মোহাম্মদ আতিকুল ইসলাম জামিন পাননি। তার পক্ষে করা জামিন আবেদন নামঞ্জুর করে আদালত তাকে কারাগারে পাঠানোর আদেশ দিয়েছেন।

বুধবার রাতে ঢাকার মহাখালী ডিওএইচএস এলাকা থেকে সাবেক মেয়র আতিককে গ্রেপ্তার করার কথা জানায় মোহাম্মদপুর থানা পুলিশ। জুলাইয়ে ছাত্র-জনতার আন্দোলনের সময় হত্যা-নিপীড়নের ঘটনায় তার বিরুদ্ধে মোহাম্মদপুর থানায় তিনটি মামলা থাকার কথা জানিয়েছে পুলিশ।

এর মধ্যে রফিক হাসান নামে এক শিক্ষার্থী হত্যা মামলায় তাকে গ্রেপ্তার দেখায় পুলিশ। বৃহস্পতিবার সকালে আতিকুল ইসলামকে আদালতে হাজির করে এই মামলায় তাকে কারাগারে আটক রাখার আবেদন করে পুলিশ। একইসঙ্গে আরও দুই মামলায় গ্রেপ্তার দেখানোর আবেদন করা হয়।

অন্যদিকে আতিকুল ইসলামের পক্ষে তার আইনজীবী মোরশেদ হোসেন শাহীন জামিন চেয়ে আবেদন করেন।

উভয়পক্ষের আবেদনের শুনানি নিয়ে আদালত জামিন নামঞ্জুর করে আতিকুল ইসলাকে কারাগারে পাঠানোর আদেশ দেন।

বাংলাদেশ পোশাক প্রস্তুতকারক ও রপ্তানিকারক সমিতির (বিজিএমইএ) সাবেক সভাপতি আতিকুল ইসলাম ২০১৯ সালের ২৮ ফেব্রুয়ারির উপ-নির্বাচনের পর ৭ মার্চ ডিএনসিসির মেয়র হিসেবে দায়িত্ব নিয়েছিলেন। তিনি ২০২০ সালের ১ ফেব্রুয়ারির নির্বাচনেও মেয়র নির্বাচিত হয়েছিলেন।

ছাত্র-জনতার অভ্যুত্থানে গত ৫ আগস্ট শেখ হাসিনার সরকার পতনের পর গঠিত অন্তর্বর্তী সরকার দেশের ১২টি সিটি করপোরেশনের মেয়রদের অপসারণ করে। এতে ঢাকা উত্তর সিটি করপোরেশনের মেয়র পদ হারান আতিকুল ইসলাম।

আরও পড়ুন

সর্বশেষ

সর্বাধিক পঠিত