ক্ষমতাচ্যুত আওয়ামী লীগ সরকারের সাবেক মন্ত্রী আব্দুর রাজ্জাককে আটক করেছে পুলিশ। সবশেষ একাদশ জাতীয় সংসদে তিনি কৃষি মন্ত্রণালয়ের দায়িত্ব পালন করেন।
সোমবার ঢাকার ইস্কাটন এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয় বলে এক সংক্ষিপ্ত বার্তায় জানিয়েছে ঢাকা মেট্রোপলিট পুলিশের গোয়েন্দা বিভাগ (ডিবি)।
ছাত্রজীবনের রাজনীতিতে জড়িয়ে পড়া আব্দুর রাজ্জাক মোট পাঁচবার টাঙ্গাইল-১ আসনের সংসদ সদস্য নির্বাচিত হয়েছেন। এর মধ্যে ২০০৯ সালে খাদ্য ও দুর্যোগ ব্যবস্থাপনামন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করেন। এরপর মন্ত্রণালয়টি ভেঙে আলাদা হলে ২০১২ সালের ১৩ সেপ্টেম্বর থেকে ২০১৪ সালের জানুয়ারি পর্যন্ত খাদ্য মন্ত্রণালয়ের মন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করেন।
বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় থেকে স্নাতক ও স্নাতকোত্তর শেষ করা এই আওয়ামী লীগ নেতার রয়েছে যুক্তরাষ্ট্রের পারডু ইউনিভার্সিটি থেকে নেওয়া পিএইচডি ডিগ্রিও।