Beta
শুক্রবার, ১৩ ডিসেম্বর, ২০২৪
Beta
শুক্রবার, ১৩ ডিসেম্বর, ২০২৪

সাবেক কৃষিমন্ত্রী শহীদ ও মেয়র আতিকসহ ৪ জন রিমান্ডে

সাবেক মেয়র আতিকুল ইসলাম
সাবেক মেয়র আতিকুল ইসলামকে বুধবার সকালে আদালতে হাজির করে পুলিশ। ছবি : সকাল সন্ধ্যা
[publishpress_authors_box]

পৃথক মামলায় সাবেক কৃষিমন্ত্রী উপাধ্যক্ষ ড. আবদুস শহীদ ও ঢাকা উত্তর সিটি করপোরেশনের সাবেক মেয়র আতিকুল ইসলামসহ চারজনকে পুলিশ হেফাজতে রেখে জিজ্ঞাসাবাদের অনুমতি দিয়েছে আদালত।

বুধবার পৃথক আবেদনের শুনানি নিয়ে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট ফারজানা শাকিলা সুমু চৌধুরীর আদালত রিমান্ড মঞ্জুর করে আদেশ দেয়।

রিমান্ড মঞ্জুর হওয়া অপর দুই আসামি হলেন– সুপ্রিম কোর্টের আইনজীবী সমিতির সাবেক সম্পাদক অ্যাডভোকেট মমতাজ উদ্দিন আহমেদ মেহেদী ও সাবেক অতিরিক্ত সচিব আমজাদ হোসেন খান।

জানা যায়, উত্তরা পশ্চিম থানার বৈদেশিক মুদ্রা আইনের একটি মামলায় উপাধ্যক্ষ ড. আবদুস শহীদের সাত দিন এবং একই থানার আরেকটি বৈদেশিক মুদ্রা আইনের মামলায় আমজাদ হোসেন খানের সাত দিনের রিমান্ড আবেদন করা হয়। শুনানি শেষে আদালত দুজনের বিরুদ্ধে তিন দিন করে রিমান্ড মঞ্জুর করে।

অন্যদিকে, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন চলাকালে গত ১৭ জুলাই উত্তরা পূর্ব থানাধীন আজমপুর বাসস্ট্যান্ডে গুলিতে বকুল মিয়া নামে এক ব্যক্তি নিহতের ঘটনায় হওয়া হত্যা মামলায় সাবেক মেয়র আতিককে জিজ্ঞাসাবাদের জন্য ১০ দিনের রিমান্ড আবেদন করে পুলিশ। শুনানি নিয়ে আদালত পাঁচদিনের রিমান্ড মঞ্জুর করে।

এ ছাড়া, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন চলাকালে গত ৫ আগস্ট ঢাকার উত্তরা পশ্চিম থানার আজমপুরে রাইদা পরিবহনের চালক আলমগীর হোসেন গুলিতে নিহতের ঘটনায় হওয়া হত্যা মামলায় অ্যাডভোকেট মমতাজ উদ্দিন আহমেদ মেহেদীর বিরুদ্ধে সাত দিনের রিমান্ড আবেদন করা হয়। শুনানি নিয়ে আদালত তিনদিনের রিমান্ড মঞ্জুর করে।

উপাধ্যক্ষ ড. আবদুস শহীদের মামলার অভিযোগ থেকে জানা যায়, গত ২৯ অক্টোবর রাতে উত্তরা ১০ নম্বর সেক্টরের ২ নম্বর রোডের নিজ বাসায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়। এ সময় তার বাসা থেকে নগদ তিন কোটি ১০ লাখ ২৭ হাজার টাকা, এক হাজার ৯৫৩ ইউএস ডলার, এক হাজার ১২০ কানাডিয়ান ডলার, এক হাজার ১০০ ইউরো, তিন হাজার ১১৭ কাতার রিয়াল, পাঁচ হাজার ৩০০ থাইবাথ, ৫০০ মেক্সিকান ডলার এবং ৫০ হংকং ডলার, তিন হাজার রুপি উদ্ধার করা হয়।

এছাড়াও প্রায় ৮৫ ভরি ওজনের বিভিন্ন স্বর্ণালঙ্কার ও বার উদ্ধার করা হয়। এ ঘটনায় ৩০ অক্টোবর রাজধানীর উত্তরা পশ্চিম থানায় উপাধ্যক্ষ শহীদের বিরুদ্ধে বৈদেশিক মুদ্রা আইনে মামলা করা হয়।

সাবেক মন্ত্রী হাসানুল হক ইনুসহ বিভিন্ন মামলার আসামিদের বুধবার আদালতে হাজির করা হয়। ছবি : সকাল সন্ধ্যা

সাবেক মেয়র আতিকের বিরুদ্ধে মামলার অভিযোগ থেকে জানা যায়, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন চলাকালে ১৭ জুলাই উত্তরা পূর্ব থানাধীন আজমপুর বাসস্ট্যান্ডে বকুল মিয়া নামে এক ব্যক্তি গুলিবিদ্ধ হন। ১৯ জুলাই রাতে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। এ ঘটনায় তার স্ত্রী উত্তরা পূর্ব থানায় মামলা করেন।

অ্যাডভোকেট মমতাজ উদ্দিনের বিরুদ্ধে মামলার অভিযোগ থেকে জানা যায়, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন চলাকালে গত ৫ আগস্ট রাজধানীর উত্তরা পশ্চিম থানার আজমপুরে রাইদা পরিবহনের চালক আলমগীর হোসেন গুলিতে নিহত হন। এ ঘটনায় তার মা আলেয়া বাদী হয়ে উত্তরা পশ্চিম থানায় গত ৬ অক্টোবর একটি হত্যা মামলা করেন। মামলায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ ২৮৮ জনকে আসামি করা হয়।

আমজাদ হোসেনের বিরুদ্ধে মামলার অভিযোগ থেকে জানা যায়, গত ৪ নভেম্বর দুপুরে আমজাদ হোসেনের উত্তরা পশ্চিম থানাধীন ১১ নং সেক্টরের ভাড়া বাসায় আইন-শৃঙ্খলা বাহিনী অভিযান চালায়। অভিযানে বাসা থেতে এক কোটি ৯ লাখ ৩৪ হাজার টাকাসহ বিভিন্ন দেশের মুদ্রা, সাতটি বিভিন্ন ব্রান্ডের ঘড়ি ও ১১টি আইফোন উদ্ধার করা হয়। পরে তার বিরুদ্ধে উত্তরা পশ্চিম থানায় বৈদেশিক মুদ্রা আইনে মামলা করা হয়।

ইনু ও আতিকসহ চারজনকে নতুন মামলায় গ্রেপ্তার

জাসদ সভাপতি ও সাবেক তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু এবং সাবেক মেয়র আতিকুল ইসলামসহ চারজনকে নতুন মামলায় গ্রেপ্তার দেখানো হয়েছে।

অপর দুজন হলেন– ঢাকা-১৩ আসনের সাবেক সংসদ সদস্য সাদেক খান, ঢাকা উত্তর সিটি করপোরেশনের ২৯ নম্বর ওয়ার্ডের সাবেক কাউন্সিলর সলিমুল্লাহ সলু।

ঢাকার মোহাম্মদপুর থানার পৃথক হত্যা মামলায় তাদের গ্রেপ্তার দেখানো হয়েছে বলে জানা গেছে।

আরও পড়ুন

সর্বশেষ

সর্বাধিক পঠিত