Beta
শুক্রবার, ৪ অক্টোবর, ২০২৪
Beta
শুক্রবার, ৪ অক্টোবর, ২০২৪

কক্সবাজারের সাবেক এমপি বদি গ্রেপ্তার

উখিয়া-টেকনাফের সাবেক এমপি আবদুর রহমান বদি। ফাইল ছবি
উখিয়া-টেকনাফের সাবেক এমপি আবদুর রহমান বদি। ফাইল ছবি
Picture of সকাল সন্ধ্যা ডেস্ক

সকাল সন্ধ্যা ডেস্ক

কক্সবাজারের টেকনাফে একটি হত্যাচেষ্টা মামলায় সাবেক সংসদ সদস্য (এমপি) আব্দুর রহমান বদিকে গ্রেপ্তার করেছে র‌্যাব।

র‌্যাবের আইন ও গণমাধ্যম শাখার সহকারী পরিচালক ইমরান হোসেন এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি জানান, গোপন সংবাদের ভিত্তিতে মঙ্গলবার  রাত ১০টার দিকে চট্টগ্রাম নগরের মেহেদীবাগ এলাকা থেকে আব্দুর রহমান বদিকে গ্রেপ্তার করা হয়। কক্সবাজারের টেকনাফে হত্যাচেষ্টা মামলায় বদিকে গ্রেপ্তার দেখানো হয়।

আব্দুর রহমান বদি নবম ও দশম জাতীয় সংসদ নির্বাচনে আওয়ামী লীগের প্রার্থী হিসেবে কক্সবাজার-৪ ((উখিয়া-টেকনাফ)) আসন থেকে সংসদ সদস্য নির্বাচিত হন। তবে দুর্নীতির মামলায় সাজা হওয়ায় একাদশ ও দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে তার পরিবর্তে কক্সবাজার-৪ আসনে আওয়ামী লীগের মনোনয়ন পান তার স্ত্রী শাহীন আক্তার।

স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের তালিকায়  বদির বিরুদ্ধে মাদক চোরাচালানে সহযোগিতা করার অভিযোগ রয়েছে। এছাড়া তার ভাইদের বিরুদ্ধে মাদক কারবারের গডফাদার হিসেবে জড়িত থাকার প্রমাণ পেয়েছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়। বাসস।

আরও পড়ুন

সর্বশেষ

ad

সর্বাধিক পঠিত